Shaktinagar District Hospital: জেলা হাসপাতালের সুপারকে মারধরের অভিযোগ! থানায় অভিযোগ দায়ের, পুজোর মরশুমে চাঞ্চল্য
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Shaktinagar District Hospital: অভিযোগ, সুপারের অফিসে ঢুকেই মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উপস্থিতিতে তাঁর মারধর শুরু করেন ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। নিরাপত্তারক্ষীরা তাঁকে উদ্ধার করেন। থানায় অভিযোগ দায়ের করেছেন কৃষ্ণনগরের এই হাসপাতালের সুপার।
নদিয়া, সমীর রুদ্রঃ জেলা হাসপাতালের সুপারকে মারধরের অভিযোগ। নদিয়া জেলার কৃষ্ণনগরে ঘটনাটি ঘটেছে। শক্তিনগর জেলা হাসপাতালের সুপারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা যাচ্ছে, এদিন কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালের সুপারের অফিসে ঢুকে তাঁকে প্রহারের অভিযোগ উঠেছে। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এহেন অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুনঃ কাপড়ের দুর্গা প্রতিমা! বালুরঘাটের গৃহিণীর তাক লাগানো হাতের কাজ, নিজের চোখেই দেখুন অপরূপ শিল্পকর্ম
হাসপাতালের সুপার জয়ন্ত সরকারের দাবি, এদিন দুপুর দেড়টা নাগাদ নদিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষ চন্দ্র দাস তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে ফোন করেন। এর কিছুক্ষণ পর জ্যোতিষবাবু এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির সঙ্গে তাঁর অফিসে প্রবেশ করেন।
advertisement
advertisement
অভিযোগ, সুপারের অফিসে ঢুকেই মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উপস্থিতিতে তাঁর মারধর শুরু করেন ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। নিরাপত্তারক্ষীরা তাঁকে উদ্ধার করেন। এই নিয়ে কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেছেন শক্তিনগর জেলা হাসপাতালের সুপার।
প্রসঙ্গত, হাসপাতালের সুপারের ঘরে ঢুকে তাঁকে মারধর করার ঘটনা কার্যত বেনজির। স্বভাবতই কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালের এই ঘটনা চর্চার কেন্দ্রে চলে এসেছে। ইতিমধ্যেই এই নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন সুপার। আগামীদিনে এই ঘটনা কোনদিকে মোড় নেয় সেটাই এখন দেখার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
September 26, 2025 7:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shaktinagar District Hospital: জেলা হাসপাতালের সুপারকে মারধরের অভিযোগ! থানায় অভিযোগ দায়ের, পুজোর মরশুমে চাঞ্চল্য