Durga Idol: কাপড়ের দুর্গা প্রতিমা! বালুরঘাটের গৃহিণীর তাক লাগানো হাতের কাজ, নিজের চোখেই দেখুন অপরূপ শিল্পকর্ম

Last Updated:

Durga Idol: খড়-মাটি দিয়ে নয়, বাড়িতে পড়ে থাকা অপ্রয়োজনীয় কাপড়ের টুকরো ও সূচ-সুতো দিয়ে একে একে দুর্গা, গণেশ, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী সহ তাঁদের বাহন তৈরি করে ফেলেছেন শিল্পী রূপালী চক্রবর্তী। নাতনি শুভলীনা ছোট ছোট হাতে ফুটিয়ে তুলেছে একাধিক সাজ সরঞ্জাম।

+
কাপড়ের

কাপড়ের তৈরি দুর্গা প্রতিমা 

দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামীঃ প্রতিমা তৈরির কোনও প্রথাগত শিক্ষা নেই। তবু পিছিয়ে থাকতে রাজি নন বাড়ির গৃহিণীরা। সেই রকমই একজন হলেন বালুরঘাট শহরের রথতলার গৃহিণী রূপালী চক্রবর্তী। পুজোর আনন্দে শামিল হতে তিনি নিজে হাতে বানিয়ে ফেললেন আস্ত দুর্গা প্রতিমা। ঘরের কাজের অবসরে নাতনির আবদারে কয়েক বছর থেকেই দুর্গা প্রতিমা বানাচ্ছেন। তবে খড়-মাটি দিয়ে নয়, বাড়িতে পড়ে থাকা অপ্রয়োজনীয় ছাঁট কাপড়ের টুকরো ও সূচ-সুতো দিয়ে একে একে দুর্গা, গণেশ, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী সহ তাঁদের বাহন তৈরি করে ফেলেছেন তিনি।
শিল্পী রূপালী চক্রবর্তী জানান, নাতি-নাতনির আবদারে পুরনো ছোট-বড় কাপড় দিয়ে দুর্গা প্রতিমা গড়ে তোলেন। তবে দুর্গা প্রতিমা ছাড়াও তিনি মা দুর্গার চার ছেলেমেয়ে ও তাঁদের প্রিয় বাহনদের বানান। নাতনি শুভলীনা ছোট ছোট হাতে ফুটিয়ে তুলেছে একাধিক সাজ সরঞ্জাম। পুজোর পাঁচ দিন তাঁর তৈরি কাপড়ের প্রতিমাই চক্রবর্তী পরিবারে পুজো হবে। এরপরেই বাইরের প্রতিমা দর্শন করবেন তাঁরা। পুজো শেষে ঘরের শোভা বাড়াতে তা সাজিয়ে রাখা হবে।
advertisement
আরও পড়ুনঃ পুজোর আবহে বিশেষ কুপন, কেনা যাবে বই-খাতা থেকে জামাকাপড়! উৎসবের মরশুমে মিলল বড় ‘উপহার’
রূপালীদেবীর কথায়, সবাই তো মাটির দুর্গা প্রতিমা তৈরি করে পুজো করেন। কিন্তু তিনি নাতনির আবদারে তাঁকে সঙ্গে নিয়ে কাপড় ও সূচ, সুতো দিয়েই নিপুণ হাতের কাজ করতে ভালবাসেন। তবে শুধুমাত্র দেবী দুর্গাই নয়, দেবীর পায়ের কাছে রয়েছে অসুরও। বাকি ছিল বেশভূষা-সাজসজ্জা। সেটাও বাজারের দশকর্মার দোকান থেকে ২০০০ টাকায় কিনে এনেছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মাত্র ২০ দিনেই এই দুর্গাপ্রতিমা গড়ে তুলেছেন রূপালী চক্রবর্তী। সেটি দেখতে পাড়াপড়শিরা এখন থেকেই ভিড় জমাচ্ছেন। শিল্পীর এই নতুন শিল্পকর্ম দেখতে বহু মানুষ তাঁর বাড়িতে উপস্থিত হয়েছেন। তাঁর এই অদ্ভুত শিল্পকর্ম দেখে বহু মানুষ মুগ্ধ। অনেকের কাছে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। রূপালীদেবীর এমন প্রতিভা এখন শুধু বালুরঘাটবাসী নয়, জেলাবাসীর কাছে এক নজির সৃষ্টি করেছে।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Idol: কাপড়ের দুর্গা প্রতিমা! বালুরঘাটের গৃহিণীর তাক লাগানো হাতের কাজ, নিজের চোখেই দেখুন অপরূপ শিল্পকর্ম
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
  • বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি !

  • বৃষ্টি হবেই

  • পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে?

VIEW MORE
advertisement
advertisement