পুজোর আবহে বিশেষ কুপন, কেনা যাবে বই-খাতা থেকে জামাকাপড়! উৎসবের মরশুমে মিলল বড় 'উপহার'
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Sodepur Club: ক্লাব প্রাঙ্গণ থেকেই এলাকার ১১০ জন বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ১০০০ টাকার বিশেষ কুপন। এছাড়া পুজোর ক'দিন প্রায় ৩০০ জন পুরুষ ও মহিলার হাতে শাড়ি ও লুঙ্গি এবং ১০০ জন শিশুকে নতুন জামাকাপড়ের কুপন দেবে সোদপুর ক্লাব।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়ঃ পুজোর আনন্দ শুধু মণ্ডপসজ্জা বা সাংস্কৃতিক অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়। সমাজের সর্বস্তরে সেই আনন্দকে ছড়িয়ে দিতে এই বছর অভিনব সামাজিক কর্মসূচি নিল সোদপুর ক্লাব। দুর্গাপুজোর আবহে ছাত্রছাত্রী, নারী ও শিশুদের হাতে তুলে দেওয়া হল পোশাক ও শিক্ষা সহায়তার উপহার।
এদিন ক্লাব প্রাঙ্গণ থেকেই এলাকার ১১০ জন বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় ১০০০ টাকার বিশেষ কুপন। এই কুপন ব্যবহার করে তাঁরা নির্দিষ্ট দোকান থেকে পড়াশোনার বই কিংবা গল্পের বই সহ শিক্ষা সামগ্রী কিনতে পারবে। শিক্ষার প্রসারে ক্লাবের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সমাজের বিশিষ্টজনেরা।
আরও পড়ুনঃ নেতা-মন্ত্রী-তারকা নন! মায়েদের হাতেই মায়ের পুজোর উদ্বোধন, সুবর্ণ জয়ন্তীতে শান্তিপুরের ক্লাবের বড় চমক, উপচে পড়ছে ভিড়
বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকারা ছাত্রছাত্রীদের নাম বাছাই করে ক্লাবে জমা দেন। সেই অনুযায়ী এলাকারই প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা ও প্রাক্তন সরকারি আধিকারিকদের হাত দিয়ে পড়ুয়াদের হাতে এই কুপন তুলে দেওয়া হয়। উত্তর ২৪ পরগনার সোদপুর ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, কয়েক বছর আগে মাত্র ২৫ জন ছাত্রছাত্রীকে দিয়ে এই কর্মসূচি শুরু হয়েছিল। বর্তমানে সেই সংখ্যা বেড়ে ১১০ জন হয়েছে। এছাড়াও পুজোর ক’দিন প্রায় ৩০০ জন পুরুষ ও মহিলার হাতে শাড়ি ও লুঙ্গি এবং ১০০ জন শিশুকে নতুন জামাকাপড়ের কুপন দেওয়া হবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মূল্যবৃদ্ধির বাজারে খাতা-কলম ও বই কেনা অনেক সময়ই অভিভাবকদের পক্ষে কঠিন হয়ে পড়ে। তাই ক্লাবের এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য বড় সহায়ক হবে বলেই মনে করছেন অতিথি ও অভিভাবকরা। পুজোর আগেই এমন উপহার পেয়ে ছাত্রছাত্রীরাও খুশি। সমাজে ইতিবাচক বার্তা দিতেই ক্লাবের এই উদ্যোগ বলে জানালেন কর্তৃপক্ষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Sep 26, 2025 5:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুজোর আবহে বিশেষ কুপন, কেনা যাবে বই-খাতা থেকে জামাকাপড়! উৎসবের মরশুমে মিলল বড় 'উপহার'









