Durga Puja 2025: নেতা-মন্ত্রী-তারকা নন! মায়েদের হাতেই মায়ের পুজোর উদ্বোধন, সুবর্ণ জয়ন্তীতে শান্তিপুরের ক্লাবের বড় চমক, উপচে পড়ছে ভিড়

Last Updated:

Durga Puja 2025: সমাজের 'প্রকৃত পথপ্রদর্শক' তথা মায়েদের হাতেই দুর্গাপুজো উদ্বোধন। ৫০ বছর আগে তাঁদের হাত ধরে শান্তিপুরের এই ক্লাবের পুজো শুরু হয়েছিল। সুবর্ণ জয়ন্তীতে তাঁদের হাত দিয়েই পুজো উদ্বোধন করা হল।

+
বৃদ্ধাদের

বৃদ্ধাদের হাতে দুর্গাপুজো উদ্বোধন

শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথঃ দেখতে দেখতে ৫০ বছর পার! সুবর্ণ জয়ন্তীতে পাঁচ বছরের দীর্ঘ পথচলার স্মৃতি ধারণ করে শান্তিপুরের এক ক্লাব কর্তৃপক্ষ এবারের পুজো উদ্বোধনের ভার তুলে দিলেন সেই সমস্ত মায়েদের হাতে, যাদের হাত ধরে এই পুজোর যাত্রা শুরু হয়েছিল। আজ থেকে অর্ধশতাব্দী আগে তাঁদের অনেকেই ছিলেন অল্পবয়সী গৃহবধূ। কারও বয়স ছিল ২০-২৫, কেউ আবার ছিলেন কিশোরী। তাঁদের উদ্যোগেই এই পুজো শুরু হয়। আজ তাঁদের বয়স হয়েছে। অনেকেই ৬০ পেরিয়ে গিয়েছেন। সেই সমস্ত প্রবীণদের সংবর্ধনা জানিয়ে তাঁদের হাত ধরে শান্তিপুর টাউনশিপের বিদ্যাপীঠ ক্লাবের ৫০ তম দুর্গাপুজো শুরু হল।
ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, উদ্বোধনের অনুষ্ঠানে রাজনৈতিক নেতা-নেত্রীকে আমন্ত্রণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের মতে, পুজোর আসর কোনও রাজনৈতিক দলাদলির ক্ষেত্র নয়। একজন নেতাকে ডাকা হলে অন্য কেউ বঞ্চিত বোধ করেন। সেখান থেকে বিভাজন সৃষ্টি হয়। তাই রাজনীতির ঊর্ধ্বে উঠে সমাজের ‘প্রকৃত পথপ্রদর্শক’ তথা মায়েদের হাতেই এবারের পুজো উদ্বোধন করানো হয়েছে। ফলে উদ্বোধনী মঞ্চ আবেগ, স্মৃতি ও সম্মানের মেলবন্ধনে ভরে ওঠে।
advertisement
আরও পড়ুনঃ অসমাপ্ত অবস্থায় শেষ হয়েছিল দুর্গাপুজো! দাঁইহাটে আজও হয় ভাস্কর পণ্ডিতের পুজো, জড়িয়ে আছে বর্গী আক্রমণের ইতিহাস
নদিয়ার শান্তিপুরের এই ক্লাবের এবারের থিম ‘ইচ্ছে ডানা’। এর মধ্য দিয়ে সমাজে এক বিশেষ বার্তা পৌঁছে দিতে চায় ক্লাব। মূল বার্তা হল, পাখিদের সংরক্ষণ, তাঁদের অবাধ বিচরণ এবং পরিবেশে তাঁদের অপরিহার্য ভূমিকার গুরুত্ব। সেই অনুযায়ী প্যান্ডেলের ভিতর পাখিদের উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়েছে। দেখা যাবে, মাটির হাঁড়ি, কলসি, গাছের ডাল থেকে মাছ ভরা জলাশয়, যা পাখিদের প্রাকৃতিক খাদ্যের উৎস। পুরো প্যান্ডেলজুড়ে যেন এক পরিবেশবান্ধব আবহ জীবন্ত হয়ে উঠেছে। প্রতিমা নির্মাণেও থিমের সঙ্গে সামঞ্জস্য রাখা হয়েছে।
advertisement
advertisement
৫০ বছরের ইতিহাসের এই সোনালি অধ্যায়কে স্মরণীয় করে রাখতে নানা সামাজিক উদ্যোগও গ্রহণ করেছে বিদ্যাপীঠ ক্লাব। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, রাজ্য সরকারের তরফে পাওয়া ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান দিয়ে কেবল পুজোর খরচ নয়, একাধিক মানবিক কর্মসূচিও নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দুঃস্থদের বস্ত্র বিতরণ, মধ্যাহ্নভোজনের আয়োজন এবং ছাত্রছাত্রীদের জন্য বই-খাতা বিতরণ।
advertisement
পুজোর চারদিনই মণ্ডপে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। উদ্বোধনের পর থেকেই সাধারণ মানুষের জন্য মণ্ডপ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। উদ্বোধনের দিনই থিমপুজোর এই অভিনব পরিবেশে কাতারে কাতারে মানুষ ভিড় করেছেন। দর্শনার্থীরা জানিয়েছেন, প্রবীণ মায়েদের সংবর্ধনা দিয়ে যে সম্মান প্রদর্শন করা হয়েছে, তা নিঃসন্দেহে এক অনন্য দৃষ্টান্ত।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিদ্যাপীঠ ক্লাবের এই সোনালী জয়ন্তী শুধু একটি দুর্গাপুজো নয়, বরং সমাজের কাছে এক গভীর বার্তা- অতীতকে সম্মান করে ও পরিবেশকে রক্ষা করে আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বই প্রকৃত উৎসবের চেতনাকে জাগিয়ে তোলে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: নেতা-মন্ত্রী-তারকা নন! মায়েদের হাতেই মায়ের পুজোর উদ্বোধন, সুবর্ণ জয়ন্তীতে শান্তিপুরের ক্লাবের বড় চমক, উপচে পড়ছে ভিড়
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement