চতুর্থীতে প্যান্ডেল হপিংয়ের মাঝেই বিপত্তি! টাকি রোডে ভেঙে পড়ল মণ্ডপের মস্ত গেট, আহত টোটো চালক
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Barasat Durga Puja: বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মণ্ডপের গেট। বারাসাতের কাজিপাড়ায় মণ্ডপের গেট ভেঙে বিশৃঙ্খল কাণ্ড। ঘটনায় আহত হয়েছেন এক টোটো চালক। টাকি রোডে যান চলাচল অবরুদ্ধ।
উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলম: চতুর্থীতে ঠাকুর দেখার ধুম। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের আনাগোনা। এরই মাঝে ঘটে গেল বিপত্তি। বারাসত টাকি রোডে প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ভেঙে পড়ল মণ্ডপের ইলেকট্রিক তোরণের গেট। বারাসাতের কাজিপাড়ায় মণ্ডপের গেট ভেঙে বিশৃঙ্খল কাণ্ড। জানা যাচ্ছে, বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গেটটি। ঘটনায় আহত হয়েছেন এক টোটো চালক। দুমড়ে মুচড়ে গিয়েছে টোটোটি। টাকি রোডে যান চলাচল অবরুদ্ধ।
খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় বারাসাত থানার পুলিশ। মণ্ডপের গেট ভাঙার ঘটনায় প্যান্ডেল নির্মাণকারী এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, সঠিক নিয়ম না মেনে এই বিশাল গেট তৈরি করা হয়েছিল। তার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুনঃ মেয়ের ৯ বছরের বান্ধবীকে বাড়িতে ডেকে লাগাতার ধ*র্ষণ! অভিযুক্তের যোগ্য সাজা পকসো আদালতে
পুলিশ সূত্রে খবর, যে গেট নির্মাণ করা হয়েছিল তার খুঁটি পোতার ক্ষেত্রে সঠিক নিয়ম মানা হয়নি। আর সেই কারণেই আচমকা দমকা হাওয়ায় ভেঙে পড়েছে এই বিশাল ওভার গেটটি। বৃষ্টির কারণে সাধারণ মানুষের কোন ক্ষয়ক্ষতি না হলেও একটি টোটো সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত। অল্পের জন্যই বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন সাধারণ পথ চলতি মানুষ থেকে শুরু করে দর্শনার্থীরা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
September 26, 2025 6:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চতুর্থীতে প্যান্ডেল হপিংয়ের মাঝেই বিপত্তি! টাকি রোডে ভেঙে পড়ল মণ্ডপের মস্ত গেট, আহত টোটো চালক