ড্রোন দিয়ে নজরদারি, পঞ্চমী থেকে নো-এন্ট্রি! শহরের পুজোর গাইড ম্যাপ প্রকাশ, ঠাকুর দেখতে বেরনোর আগে জানুন খুঁটিনাটি
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Durga Puja Guide: এদিন জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশের কনফারেন্স হলে এই ম্যাপ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনুষ্ঠানিকভাবে বনগাঁর দুর্গাপুজোর গাইড ম্যাপ প্রকাশ করেন বনগাঁর পুলিশ সুপার দীনেশ কুমার।
বনগাঁ, উত্তর ২৪ পরগনা, অনিরুদ্ধ কির্তনীয়াঃ রাজ্যজুড়ে উৎসবের আমেজ। ইতিমধ্যেই বহু পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। নানা প্যান্ডেলে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়। এই আবহে আজ আনুষ্ঠানিকভাবে বনগাঁর দুর্গাপুজোর গাইড ম্যাপ প্রকাশ করলেন বনগাঁর পুলিশ সুপার দীনেশ কুমার।
শুক্রবার উত্তর ২৪ পরগনার বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে এই বছরের পূজা গাইড ম্যাপ প্রকাশ করেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার। এদিন জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশের কনফারেন্স হলে এই ম্যাপ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ জেলা হাসপাতালের সুপারকে মারধরের অভিযোগ! থানায় অভিযোগ দায়ের, পুজোর মরশুমে চাঞ্চল্য
এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বনগাঁর পুলিশ সুপার দীনেশ কুমার, বনগাঁ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত কবিরাজ, বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ, বনগাঁর মহকুমা শাসক ঊর্মি দে বিশ্বাস সহ জেলা পুলিশের অন্যান্য পুলিশ কর্তারা।
advertisement
advertisement
এরপর জানা যায়, পঞ্চমী থেকে থেকে নো এন্ট্রি শুরু হবে। বিকেল ৪টে থেকে রাতে যতক্ষণ ভিড় থাকবে নো এন্ট্রি চলবে। পুজোর সময় মোট ৩৭টি ড্রপগেট করা হবে। পুলিশের পক্ষ থেকে এই নিয়ন্ত্রণের জন্য যথাযথ পুলিশিং থাকবে, ড্রোনের মাধ্যমে নজরদারি চলবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
September 26, 2025 7:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ড্রোন দিয়ে নজরদারি, পঞ্চমী থেকে নো-এন্ট্রি! শহরের পুজোর গাইড ম্যাপ প্রকাশ, ঠাকুর দেখতে বেরনোর আগে জানুন খুঁটিনাটি