Durga Puja 2025: রহস্যের জালে বোনা মণ্ডপ, সমাধানে সত্যান্বেষী! দমদমের 'এই' পুজো দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসছে ভিড়, হারিয়ে যাচ্ছেন গোয়েন্দা চরিত্রে

Last Updated:
Durga Puja 2025: দুর্গোৎসব মানেই থিমের চমক। উত্তর ২৪ পরগনার দমদম পার্ক তরুণ সংঘের ৪০'তম বর্ষের দুর্গোৎসবের থিমে ফুটে উঠেছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি অমর বাঙালি গোয়েন্দা চরিত্র ‘ব্যোমকেশ বক্সী’।
1/6
দুর্গোৎসব মানেই থিমের চমক। প্রতি বছরই শহরের নামী পুজোগুলিতে উঠে আসে অভিনব ভাবনা। এ বার সেই তালিকায় নতুন মাত্রা যোগ করেছে দমদম পার্ক তরুণ সংঘ। (ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়)
দুর্গোৎসব মানেই থিমের চমক। প্রতি বছরই শহরের নামী পুজোগুলিতে উঠে আসে অভিনব ভাবনা। এ বার সেই তালিকায় নতুন মাত্রা যোগ করেছে দমদম পার্ক তরুণ সংঘ। (ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়)
advertisement
2/6
তাদের ৪০'তম বর্ষের দুর্গোৎসবের থিমে ফুটে উঠেছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি অমর বাঙালি গোয়েন্দা চরিত্র ‘ব্যোমকেশ বক্সী’। 
তাদের ৪০'তম বর্ষের দুর্গোৎসবের থিমে ফুটে উঠেছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি অমর বাঙালি গোয়েন্দা চরিত্র ‘ব্যোমকেশ বক্সী’।
advertisement
3/6
মণ্ডপের প্রতিটি কোণ সাজানো হয়েছে সত্যান্বেষীর নানা রহস্য কাহিনিকে কেন্দ্র করে। দর্শনার্থীরা যেন একটি রহস্যভেদের অভিযানে অংশ নিচ্ছেন, এমনই আবহ তৈরি হয়েছে এই পুজো মণ্ডপে। 
মণ্ডপের প্রতিটি কোণ সাজানো হয়েছে সত্যান্বেষীর নানা রহস্য কাহিনিকে কেন্দ্র করে। দর্শনার্থীরা যেন একটি রহস্যভেদের অভিযানে অংশ নিচ্ছেন, এমনই আবহ তৈরি হয়েছে এই পুজো মণ্ডপে।
advertisement
4/6
কল্পিত কাহিনি অনুযায়ী, দুর্গাসুন্দরীর কণ্ঠহার চুরির ঘটনা ঘিরে সাজানো হয়েছে মণ্ডপ। ফলে পুজোপ্রেমীরা ব্যোমকেশের সঙ্গী হয়ে রহস্যভেদে সামিল হচ্ছেন।
কল্পিত কাহিনি অনুযায়ী, দুর্গাসুন্দরীর কণ্ঠহার চুরির ঘটনা ঘিরে সাজানো হয়েছে মণ্ডপ। ফলে পুজোপ্রেমীরা ব্যোমকেশের সঙ্গী হয়ে রহস্যভেদে সামিল হচ্ছেন।
advertisement
5/6
শিল্পী অনির্বাণ দাসের নির্দেশনায় তৈরি হয়েছে গোটা মণ্ডপসজ্জা। তিনি জানান, ব্যোমকেশ কোনও সুপারহিরো নয়, বরং সংসারী, বাস্তববাদী চরিত্র, যা সাধারণ বাঙালির জীবনের সঙ্গেই মিশে আছে। তাই তাঁকেই এভাবে থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে। 
শিল্পী অনির্বাণ দাসের নির্দেশনায় তৈরি হয়েছে গোটা মণ্ডপসজ্জা। তিনি জানান, ব্যোমকেশ কোনও সুপারহিরো নয়, বরং সংসারী, বাস্তববাদী চরিত্র, যা সাধারণ বাঙালির জীবনের সঙ্গেই মিশে আছে। তাই তাঁকেই এভাবে থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে।
advertisement
6/6
কমিকসের আদলে ফুটে উঠেছে ব্যোমকেশের নানা অভিযান। অর্থমনর্থম, মাকড়সার রস, আদিম রিপু- এরকম একাধিক গল্প কমিক ফ্রেমে তুলে ধরা হয়েছে। কাঠ, লোহা ও প্লাইউড দিয়ে তৈরি হয়েছে এই অভিনব মণ্ডপ। এখন প্রতিদিন হাজার হাজার মানুষ এই মণ্ডপে ভিড় জমাচ্ছেন (ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়)
কমিকসের আদলে ফুটে উঠেছে ব্যোমকেশের নানা অভিযান। অর্থমনর্থম, মাকড়সার রস, আদিম রিপু- এরকম একাধিক গল্প কমিক ফ্রেমে তুলে ধরা হয়েছে। কাঠ, লোহা ও প্লাইউড দিয়ে তৈরি হয়েছে এই অভিনব মণ্ডপ। এখন প্রতিদিন হাজার হাজার মানুষ এই মণ্ডপে ভিড় জমাচ্ছেন (ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়)
advertisement
advertisement
advertisement