শুধু এই শো-এর জন্যই বাজেট ধরা হয়েছে ১১ লক্ষ টাকা। এবারের পুজোর মণ্ডপও সমানভাবে আকর্ষণীয়। প্রায় ৮০ ফুট উচ্চতার মণ্ডপটি গড়ে তোলা হয়েছে স্পেনের বার্সেলোনায় নির্মীয়মাণ সাগ্রাদা ফ্যামিলিয়ার অনুকরণে। প্রায় পাঁচ মাস ধরে শিল্পী সন্তু দাসের নেতৃত্বে তৈরি হয়েছে এই মণ্ডপ।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
উদ্যোক্তাদের দাবি, আধুনিক প্রযুক্তি ও বিদেশি স্থাপত্যের সমন্বয়ে এবারের এই পুজো কলকাতার থিম পুজো গুলোকেও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। পুজোর মোট বাজেট ধরা হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকা। দর্শনার্থীদের সুবিধার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি মণ্ডপ চত্বরে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা।
জেলা পুলিশের তরফ থেকেও নজরদারির ব্যবস্থা করা হয়েছে। উদ্যোক্তাদের আশা, ৭৫ বছরে তাদের এই উদ্যোগ হাবড়াকে জেলার অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু করে তুলবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই উদ্বোধন হয়ে গিয়েছে এই পুজো মণ্ডপের। উদ্যোক্তাদের বিশ্বাস, এ বছর সেরার সেরা তালিকায় নাম তুলতে সক্ষম হবে এই পুজো। ইতিমধ্যেই এই মন্ডপ দর্শনে ভিড় জমছে মানুষের।
Rudra Narayan Roy