Howrah News: বয়স মাত্র ৯! চোখে দৃষ্টি শক্তি নেই, ছোট্ট মৈত্রী'র জীবন আলো করে রয়েছে গান!
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Howrah News: বয়স মাত্র ৯ বছর, কিন্তু কণ্ঠে যেন এক আশ্চর্য জাদু। জন্ম থেকেই দৃষ্টিশক্তিহীন, তবু এই প্রতিবন্ধকতা কখনও থামাতে পারেনি তার সুরের যাত্রা। অন্ধকারের ভেতর দিয়েই সে খুঁজে পেয়েছে আলো— তাঁর জীবন আলো করে রয়েছে সুর।
হাওড়া: হাওড়ার ছোট্ট মেয়ে মৈত্রী রায় চৌধুরী আজ সকলের অনুপ্রেরণা হয়ে উঠেছে। বয়স মাত্র ৯ বছর, কিন্তু কণ্ঠে যেন এক আশ্চর্য জাদু। জন্ম থেকেই দৃষ্টিশক্তিহীন, তবু এই প্রতিবন্ধকতা কখনও থামাতে পারেনি তার সুরের যাত্রা। অন্ধকারের ভেতর দিয়েই সে খুঁজে পেয়েছে আলো— তাঁর জীবন আলো করে রয়েছে সুর।
খুব সাধারণ পরিবারের মেয়ে মৈত্রী। বাবা একজন ইলেকট্রিক মিস্ত্রী, মা গৃহবধূ। সংসারের সীমাবদ্ধতার মধ্যেও মেয়ের প্রতিভা বিকাশে কখনও কমতি রাখেননি তারা। সাড়ে চার বছর বয়স থেকেই শুরু হয় মৈত্রীর সংগীতচর্চা। সকালবেলা নিয়ম করে দেড় ঘণ্টা রেওয়াজ করে সে। গানই তার জীবনের প্রেরণা।
advertisement
advertisement
মৈত্রীর প্রিয় শিল্পী কিংবদন্তি লতা মঙ্গেশকর। তার গাওয়া গান শুনে অনুপ্রেরণা পায় মৈত্রী। টেলিভিশনের প্রিয় অনুষ্ঠান সারেগামাপা। প্রিয় গান — ময়না বলো তুমি কৃষ্ণ রাধা। সেই গানে যখন মৈত্রী সুর তোলে, চারপাশের মানুষ মুগ্ধ হয়ে শোনে। তার কণ্ঠে যেন মিশে থাকে নিষ্পাপ অনুভব আর অদ্ভুত প্রশান্তি।
advertisement
সম্প্রতি ধূলাগড় ট্রাফিক গার্ড, হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ছোট্ট মৈত্রীর প্রতিভাকে সম্মান জানিয়ে পুরস্কৃত করা হয়। উপস্থিত সকলেই প্রশংসায় ভরিয়ে দেন এই ক্ষুদে শিল্পীকে। মৈত্রীর মা বলেন, ও যেন বড় হয়ে এক জন নামী সঙ্গীত শিল্পী হয় এটাই তাঁর স্বপ্ন। ওর চোখে আলো নেই, কিন্তু ওর কণ্ঠই ওর আলো।
advertisement
দৃষ্টিশক্তিহীনতা নয়, অদম্য ইচ্ছাশক্তিই আজ মৈত্রীর সবচেয়ে বড় শক্তি। সে প্রমাণ করেছে,শরীরের সীমাবদ্ধতা থাকলেও মনের ডানায় ভর করে যে কেউ পৌঁছে যেতে পারে স্বপ্নের আকাশে। হাওড়ার এই ছোট্ট মৈত্রী আজ সুরের ছোঁয়ায় জাগিয়ে তুলছে আশা, সাহস আর আলোয় ভরা এক নতুন সকাল।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 27, 2025 11:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: বয়স মাত্র ৯! চোখে দৃষ্টি শক্তি নেই, ছোট্ট মৈত্রী'র জীবন আলো করে রয়েছে গান!









