'আপনি ঘুষ নিচ্ছিলেন তো...!' বলেই TTE-র ভিডিও করতে শুরু করলেন যাত্রী, পরমুহূর্তেই যা ধরা পড়ল, পায়ের তলা থেকে মাটি সরল প্যাসেঞ্জারের!

Last Updated:
Indian Railways: টিটিই-র কাজ হল ট্রেনের টিকিট পরীক্ষা করা এবং টিকিটবিহীন যাত্রীদের টিকিট দেওয়া অথবা প্রয়োজনে জরিমানা করা। তবে, যদি সর্ষের মধ্যেই থাকে ভূত? এমনই একটি ঘটনা এবার হইচই ফেলে দিল সোশ্যাল মিডিয়ায়।
1/11
ভারতীয় রেল প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে তাঁদের গন্তব্যে পৌঁছে দেয়। ট্রেনে যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি যে কোনও রকমের অনৈতিক কাজ ও আইনবিরুদ্ধ কাজ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতেই প্রতিটি ট্রেনে থাকেন রেল রক্ষী বাহিনী ও টিটিই।
ভারতীয় রেল প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে তাঁদের গন্তব্যে পৌঁছে দেয়। ট্রেনে যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি যে কোনও রকমের অনৈতিক কাজ ও আইনবিরুদ্ধ কাজ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতেই প্রতিটি ট্রেনে থাকেন রেল রক্ষী বাহিনী ও টিটিই।
advertisement
2/11
টিটিই-র কাজ হল ট্রেনের টিকিট পরীক্ষা করা এবং টিকিটবিহীন যাত্রীদের টিকিট দেওয়া অথবা প্রয়োজনে জরিমানা করা। তবে, যদি সর্ষের মধ্যেই থাকে ভূত? এমনই একটি ঘটনা এবার হইচই ফেলে দিল সোশ্যাল মিডিয়ায়।
টিটিই-র কাজ হল ট্রেনের টিকিট পরীক্ষা করা এবং টিকিটবিহীন যাত্রীদের টিকিট দেওয়া অথবা প্রয়োজনে জরিমানা করা। তবে, যদি সর্ষের মধ্যেই থাকে ভূত? এমনই একটি ঘটনা এবার হইচই ফেলে দিল সোশ্যাল মিডিয়ায়।
advertisement
3/11
কেমন হবে যদি কোনও যাত্রী আচমকা খোদ ট্রেনের টিটিই-র বিরুদ্ধেই ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন? শুধু তাই নয়, ভিড় ট্রেনের মধ্যে তার রীতিমতো মুখোমুখি দাঁড়িয়ে ভিডিও করতে শুরু করেন? এমন ঘটনাই দাবানলের মতো ভাইরাল হয়ে গেল এবার সোশ্যাল মিডিয়ায়।
কেমন হবে যদি কোনও যাত্রী আচমকা খোদ ট্রেনের টিটিই-র বিরুদ্ধেই ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন? শুধু তাই নয়, ভিড় ট্রেনের মধ্যে তার রীতিমতো মুখোমুখি দাঁড়িয়ে ভিডিও করতে শুরু করেন? এমন ঘটনাই দাবানলের মতো ভাইরাল হয়ে গেল এবার সোশ্যাল মিডিয়ায়।
advertisement
4/11
সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমনটাই দেখা গিয়েছে। যা দেখে আপনিও আঁতকে উঠবেন। চলতি ট্রেনে একজন যাত্রী দাবি করে বসেন তিনি নিজে চোখে ওই টিটিই-কে ঘুষ নিতে দেখে ফেলেছেন।
সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমনটাই দেখা গিয়েছে। যা দেখে আপনিও আঁতকে উঠবেন। চলতি ট্রেনে একজন যাত্রী দাবি করে বসেন তিনি নিজে চোখে ওই টিটিই-কে ঘুষ নিতে দেখে ফেলেছেন।
advertisement
5/11
এই দাবি করে ওই যাত্রী এরপরেই তাঁর মুঠোফোনটি অন করে একটি ভিডিও তৈরি করেন এবং ক্যামেরায় ওই টিকিট পরীক্ষকের বিরুদ্ধে চরম গুরুতর অভিযোগ তোলেন। যদিও ওই টিটিই প্রথমে অস্বীকৃতি জানান।
এই দাবি করে ওই যাত্রী এরপরেই তাঁর মুঠোফোনটি অন করে একটি ভিডিও তৈরি করেন এবং ক্যামেরায় ওই টিকিট পরীক্ষকের বিরুদ্ধে চরম গুরুতর অভিযোগ তোলেন। যদিও ওই টিটিই প্রথমে অস্বীকৃতি জানান।
advertisement
6/11
ঘটনাটি ঘটে একটি প্যাসেঞ্জার ট্রেনে। টিকিট চেক করার সময় একজন ব্যক্তি টিটিই-কে একটি মেয়ের কাছ থেকে টাকা নিতে দেখতে পায় বলে অভিযোগ তোলে টিকিট পরীক্ষকের বিরুদ্ধে। ফোনে তাঁকে রেকর্ড করতে দেখে টিটি ওই যাত্রীকে জিজ্ঞেস করেন,
ঘটনাটি ঘটে একটি প্যাসেঞ্জার ট্রেনে। টিকিট চেক করার সময় একজন ব্যক্তি টিটিই-কে একটি মেয়ের কাছ থেকে টাকা নিতে দেখতে পায় বলে অভিযোগ তোলে টিকিট পরীক্ষকের বিরুদ্ধে। ফোনে তাঁকে রেকর্ড করতে দেখে টিটি ওই যাত্রীকে জিজ্ঞেস করেন, "তোমাকে এটা করার অনুমতি কে দিয়েছে?" যাত্রী পাল্টা উত্তর দেন, "সবাই চাইলেই ভিডিও তৈরি করতে পারে। কিন্তু তুমি কি ঘুষ নেওয়ার জন্য অথরাইজড?"
advertisement
7/11
জবাবে, টিটিই বারবার বলেন যে তিনি মোটেই ঘুষ নেননি এবং কেবলই টিকিট দিচ্ছিলেন। কিন্তু প্যাসেঞ্জার তর্ক করতে শুরু করে দেন। জোরের সঙ্গে অভিযোগ করেন যে টিটি ঘুষ নিচ্ছিলেন।
জবাবে, টিটিই বারবার বলেন যে তিনি মোটেই ঘুষ নেননি এবং কেবলই টিকিট দিচ্ছিলেন। কিন্তু প্যাসেঞ্জার তর্ক করতে শুরু করে দেন। জোরের সঙ্গে অভিযোগ করেন যে টিটি ঘুষ নিচ্ছিলেন।
advertisement
8/11
পরমুহূর্তেই ওই টিটি যা করেন তা আরও চাঞ্চল্য ফেলে দেয়। টিকিট পরীক্ষক তাঁর বিরুদ্ধে আনা ঘুষ নেওয়ার অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়ে পাল্টা ওই যাত্রীরই বৈধ টিকিট ও পরিচয়পত্র দাবি করেন।
পরমুহূর্তেই ওই টিটি যা করেন তা আরও চাঞ্চল্য ফেলে দেয়। টিকিট পরীক্ষক তাঁর বিরুদ্ধে আনা ঘুষ নেওয়ার অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়ে পাল্টা ওই যাত্রীরই বৈধ টিকিট ও পরিচয়পত্র দাবি করেন।
advertisement
9/11
শুধু ওই ব্যক্তি নন, কিছুক্ষণের মধ্যেই, টিটিই প্রতিবাদকারী সকল যাত্রীর কাছ থেকে টিকিট দাবি করতে শুরু করেন। এই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হতেই আগুনের মতো ছড়িয়ে পরে। শুধু তাই নয় কাণ্ড দেখে কার্যত বিতর্কের ঝড় বয়ে যায় গোটা সোশ্যাল মিডিয়ায়।
শুধু ওই ব্যক্তি নন, কিছুক্ষণের মধ্যেই, টিটিই প্রতিবাদকারী সকল যাত্রীর কাছ থেকে টিকিট দাবি করতে শুরু করেন। এই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হতেই আগুনের মতো ছড়িয়ে পরে। শুধু তাই নয় কাণ্ড দেখে কার্যত বিতর্কের ঝড় বয়ে যায় গোটা সোশ্যাল মিডিয়ায়।
advertisement
10/11
@Abhinav22905847 নামের একজন ব্যবহারকারী X-এ এই ভিডিওটি পোস্ট করেছেন এবং লিখেছেন,
@Abhinav22905847 নামের একজন ব্যবহারকারী X-এ এই ভিডিওটি পোস্ট করেছেন এবং লিখেছেন, "হ্যালো @RailwaySeva, ট্রেন নম্বর 12238। দুজন টিটিই দীপাবলি বোনাস নিচ্ছেন এবং তার জন্য কোনও প্রমাণ দিচ্ছেন না। তারা বলছেন যে ৩০০ টাকা ১২০০-র তো কম, তাই প্রমাণ ছাড়াই যান, কেউ কিছু বলবে না। @AshwiniVaishnaw, এদের সকলকে বরখাস্ত করা উচিত এবং ঘুষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।"
advertisement
11/11
এই বিষয়টির জবাবে, @RailwaySeva বিষয়টি ডিআরএম আম্বালার কাছে পাঠায়। উপরন্তু, অভিযোগকারীর কাছে তাদের পিএনআর নম্বর এবং মোবাইল নম্বর জানতে চায়। পরবর্তী প্রতিক্রিয়ায় রেলের তরফে বলা হয়েছে,
এই বিষয়টির জবাবে, @RailwaySeva বিষয়টি ডিআরএম আম্বালার কাছে পাঠায়। উপরন্তু, অভিযোগকারীর কাছে তাদের পিএনআর নম্বর এবং মোবাইল নম্বর জানতে চায়। পরবর্তী প্রতিক্রিয়ায় রেলের তরফে বলা হয়েছে, "সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে। @Drm_Jammu @ @Drmbsbner, অসুবিধার জন্য দুঃখিত।"
advertisement
advertisement
advertisement