SIR শুরুর আর কয়েক ঘণ্টা...! 'বয়স' অনুযায়ী আপনার কী কী 'নথি' লাগবে? সম্পূর্ণ তালিকা দেখুন

Last Updated:
SIR Document List: পশ্চিমবঙ্গ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ২০২৫ (Special Intensive Revision – SIR) শুরুর আর মাত্র কয়েক ঘণ্টা। স্পষ্ট বলা হয়ে আজ রাত বারোটায় ফ্রিজ হয়ে যাবে পুরনো ভোটার তালিকা। কাল অর্থাৎ মঙ্গলবার থেকেই শুরু হয়ে যাবে বিশেষ সংশোধনী প্রক্রিয়ার কাজ। এসআইআর শুরুর আগেই গুছিয়ে ফেলুন সব! দেখে নিন বয়স অনুযায়ী আপনার কী কী নথি লাগবে?
1/19
রাত পোহালেই বাংলায় এসআইআর। পশ্চিমবঙ্গ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ২০২৫ (Special Intensive Revision – SIR) শুরুর আর মাত্র কয়েক ঘণ্টা। প্রাথমিক ভাবে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছিল আগামী পয়লা নভেম্বর থেকে শুরু হতে চলেছে এসআইআর।
রাত পোহালেই বাংলায় এসআইআর। পশ্চিমবঙ্গ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ২০২৫ (Special Intensive Revision – SIR) শুরুর আর মাত্র কয়েক ঘণ্টা। প্রাথমিক ভাবে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছিল আগামী পয়লা নভেম্বর থেকে শুরু হতে চলেছে এসআইআর।
advertisement
2/19
তবে আজ সাংবাদিক বৈঠকে দেশজুড়ে চলা বিতর্কের মাঝেই জাতীয় নির্বাচন কমিশন বাংলায় এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া শুরুর দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। স্পষ্ট বলা হয়ে আজ রাত বারোটায় ফ্রিজ হয়ে যাবে পুরনো ভোটার তালিকা। কাল অর্থাৎ মঙ্গলবার থেকেই শুরু হয়ে যাবে বিশেষ সংশোধনী প্রক্রিয়ার কাজ।
তবে আজ সাংবাদিক বৈঠকে দেশজুড়ে চলা বিতর্কের মাঝেই জাতীয় নির্বাচন কমিশন বাংলায় এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া শুরুর দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। স্পষ্ট বলা হয়ে আজ রাত বারোটায় ফ্রিজ হয়ে যাবে পুরনো ভোটার তালিকা। কাল অর্থাৎ মঙ্গলবার থেকেই শুরু হয়ে যাবে বিশেষ সংশোধনী প্রক্রিয়ার কাজ।
advertisement
3/19
এই সংশোধনীর জন্য আপনার বয়স অনুযায়ী কোন কোন নথিপত্র প্রয়োজন, তা নিয়ে নানা ধরণের বিভ্রান্তি তৈরি হয়েছে। তাই ভুল ধারণায় না থেকে সত্যিটা জানা জরুরি। চলুন এসআইআর প্রক্রিয়ার জন্য কোন কোন বৈধ নথি কোন কোন নাগরিক ও ভোটারের জন্য প্রযোজ্য আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক স্পষ্ট ভাবে।
এই সংশোধনীর জন্য আপনার বয়স অনুযায়ী কোন কোন নথিপত্র প্রয়োজন, তা নিয়ে নানা ধরণের বিভ্রান্তি তৈরি হয়েছে। তাই ভুল ধারণায় না থেকে সত্যিটা জানা জরুরি। চলুন এসআইআর প্রক্রিয়ার জন্য কোন কোন বৈধ নথি কোন কোন নাগরিক ও ভোটারের জন্য প্রযোজ্য আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক স্পষ্ট ভাবে।
advertisement
4/19
আপনার জন্ম সালের উপর ভিত্তি করে প্রয়োজনীয় নথিপত্রের তালিকাটি তিনটি ভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। সঠিক প্রস্তুতি নিলে এই প্রক্রিয়াটি নিশ্চিত ভাবে সহজ হবে।
আপনার জন্ম সালের উপর ভিত্তি করে প্রয়োজনীয় নথিপত্রের তালিকাটি তিনটি ভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। সঠিক প্রস্তুতি নিলে এই প্রক্রিয়াটি নিশ্চিত ভাবে সহজ হবে।
advertisement
5/19
SIR-এর জন্য কোন ১১টি নথি বৈধ প্রমাণ হিসেবে বিবেচিত হবে?নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে, পরিচয় এবং বয়সের প্রমাণ হিসেবে নিম্নলিখিত ১১টি নথির যে কোনও একটি জমা দেওয়া যেতে পারে:
SIR-এর জন্য কোন ১১টি নথি বৈধ প্রমাণ হিসেবে বিবেচিত হবে?নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে, পরিচয় এবং বয়সের প্রমাণ হিসেবে নিম্নলিখিত ১১টি নথির যে কোনও একটি জমা দেওয়া যেতে পারে:
advertisement
6/19
১) যে কোনও কেন্দ্রীয়/রাজ্য সরকার/PSU-এর নিয়মিত কর্মচারী বা পেনশনভোগীর নামে জারি করা পরিচয়পত্র বা পেনশন সার্টিফিকেট।২) ০১.০৭.১৯৮৭ সালের আগে সরকার/স্থানীয় কর্তৃপক্ষ/ব্যাঙ্ক/ডাকঘর/LIC/PSU কর্তৃক ভারতে জারি করা যে কোনও পরিচয়পত্র/শংসাপত্র।
১) যে কোনও কেন্দ্রীয়/রাজ্য সরকার/PSU-এর নিয়মিত কর্মচারী বা পেনশনভোগীর নামে জারি করা পরিচয়পত্র বা পেনশন সার্টিফিকেট।২) ০১.০৭.১৯৮৭ সালের আগে সরকার/স্থানীয় কর্তৃপক্ষ/ব্যাঙ্ক/ডাকঘর/LIC/PSU কর্তৃক ভারতে জারি করা যে কোনও পরিচয়পত্র/শংসাপত্র।
advertisement
7/19
৩) উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বার্থ সার্টিফিকেট।৪) পাসপোর্ট। ৫) স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত সার্টিফিকেট।
৩) উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বার্থ সার্টিফিকেট।৪) পাসপোর্ট।৫) স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত সার্টিফিকেট।
advertisement
8/19
৬) উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র (Permanent Residence certificate)।৭) বন অধিকার সার্টিফিকেট। ৮) ওবিসি/এসসি/এসটি বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা বর্ণ শংসাপত্র।
৬) উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র (Permanent Residence certificate)।৭) বন অধিকার সার্টিফিকেট।৮) ওবিসি/এসসি/এসটি বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা বর্ণ শংসাপত্র।
advertisement
9/19
৯) জাতীয় নাগরিক পঞ্জি (যেখানে এটি বিদ্যমান)।১০) রাজ্য/স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক রেজিস্ট্রেশন। ১১) সরকার কর্তৃক প্রদত্ত যেকোনো জমি বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট।
৯) জাতীয় নাগরিক পঞ্জি (যেখানে এটি বিদ্যমান)।১০) রাজ্য/স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক রেজিস্ট্রেশন।১১) সরকার কর্তৃক প্রদত্ত যেকোনো জমি বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট।
advertisement
10/19
১ জুলাই, ১৯৮৭ এর আগে জন্মগ্রহণকারীদের জন্য নিয়ম কী?যদি আপনার জন্ম ১ জুলাই, ১৯৮৭ সালের আগে হয়ে থাকে, তবে আপনার জন্য প্রক্রিয়াটি বেশ সহজ। আপনাকে কেবলমাত্র একটি নথি জমা দিতে হবে। এটি উপরে তালিকাভুক্ত ১১টি নথির যে কোনও একটি হতে পারে।
১ জুলাই, ১৯৮৭ এর আগে জন্মগ্রহণকারীদের জন্য নিয়ম কী?যদি আপনার জন্ম ১ জুলাই, ১৯৮৭ সালের আগে হয়ে থাকে, তবে আপনার জন্য প্রক্রিয়াটি বেশ সহজ। আপনাকে কেবলমাত্র একটি নথি জমা দিতে হবে। এটি উপরে তালিকাভুক্ত ১১টি নথির যে কোনও একটি হতে পারে।
advertisement
11/19
এছাড়াও, যদি আপনার নাম ২০০২ সালের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকে, তাহলে সেই পৃষ্ঠার একটি ফটোকপিই আপনার ভোটদান নিশ্চিত করতে যথেষ্ট হবে। সেক্ষেত্রে অন্য কোনও নথিরই প্রয়োজন নেই।
এছাড়াও, যদি আপনার নাম ২০০২ সালের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকে, তাহলে সেই পৃষ্ঠার একটি ফটোকপিই আপনার ভোটদান নিশ্চিত করতে যথেষ্ট হবে। সেক্ষেত্রে অন্য কোনও নথিরই প্রয়োজন নেই।
advertisement
12/19
১ জুলাই, ১৯৮৭ থেকে ১ জানুয়ারি, ২০০২ এর মধ্যে জন্মগ্রহণকারীদের জন্য:আপনার জন্ম যদি এই সময়সীমার মধ্যে হয়ে থাকে, তাহলে আপনাকে মোট দুটি নথি জমা দিতে হবে।
১ জুলাই, ১৯৮৭ থেকে ১ জানুয়ারি, ২০০২ এর মধ্যে জন্মগ্রহণকারীদের জন্য:আপনার জন্ম যদি এই সময়সীমার মধ্যে হয়ে থাকে, তাহলে আপনাকে মোট দুটি নথি জমা দিতে হবে।
advertisement
13/19
নিজের জন্য: উপরে তালিকাভুক্ত ১১টি নথির যে কোনও একটি জমা দিতে হবে। যদি ২০০২ সালের মধ্যে আপনার বয়স ১৮ বছর হয়ে থাকে এবং আপনার নাম সেই বছরের ভোটার তালিকায় থাকে, তাহলে সেই তালিকার একটি কপিও জমা দেওয়া যাবে। অন্যথায়, ১১টি নির্দিষ্ট নথির মধ্যে একটি বাধ্যতামূলক।
নিজের জন্য: উপরে তালিকাভুক্ত ১১টি নথির যে কোনও একটি জমা দিতে হবে। যদি ২০০২ সালের মধ্যে আপনার বয়স ১৮ বছর হয়ে থাকে এবং আপনার নাম সেই বছরের ভোটার তালিকায় থাকে, তাহলে সেই তালিকার একটি কপিও জমা দেওয়া যাবে। অন্যথায়, ১১টি নির্দিষ্ট নথির মধ্যে একটি বাধ্যতামূলক।
advertisement
14/19
বাবা বা মায়ের জন্য: আপনাকে আপনার বাবা অথবা মায়ের জন্য একটি নথি জমা দিতে হবে। এটি ১১টি নির্দিষ্ট নথির মধ্যে একটি হতে পারে, অথবা ২০০২ সালের ভোটার তালিকায় তাঁদের নাম থাকলে সেই তালিকার একটি অনুলিপিও দেওয়া যেতে পারে।
বাবা বা মায়ের জন্য: আপনাকে আপনার বাবা অথবা মায়ের জন্য একটি নথি জমা দিতে হবে। এটি ১১টি নির্দিষ্ট নথির মধ্যে একটি হতে পারে, অথবা ২০০২ সালের ভোটার তালিকায় তাঁদের নাম থাকলে সেই তালিকার একটি অনুলিপিও দেওয়া যেতে পারে।
advertisement
15/19
১ জানুয়ারি, ২০০২ এর পরে জন্মগ্রহণকারী হলে কী লাগবে?যদি আপনার জন্ম ১ জানুয়ারি, ২০০২ সালের পরে হয়, তাহলে আপনাকে মোট তিনটি নথি জমা দিতে হবে।
১ জানুয়ারি, ২০০২ এর পরে জন্মগ্রহণকারী হলে কী লাগবে?যদি আপনার জন্ম ১ জানুয়ারি, ২০০২ সালের পরে হয়, তাহলে আপনাকে মোট তিনটি নথি জমা দিতে হবে।
advertisement
advertisement
advertisement