South Bengal News: হাসপাতালের ওয়ার্ডের ভিতরেই...হঠাৎ নিভে গেল আলো, তারপরেই শাড়িতে টান! জঘন্য ঘটনা বর্ধমান মেডিক্যালে
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন করে সোমবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করলে বিচারক দু’দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে।
দক্ষিণবঙ্গ: ওয়ার্ডের ভিতরেই চিকিৎসাধীন রোগীর যুবতী মেয়েকে শ্লীলতাহানি করার অভিযোগ৷ আর সেই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ গ্রেফতার অভিযুক্ত ওয়ার্ডবয়। ধৃতের নাম বিশ্বজিৎ দে ওরফে বাপ্পা। বর্ধমান শহরের বাবুরবাগ কালীতলা এলাকার বাসিন্দা।
তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন করে সোমবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করলে বিচারক দু’দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে।
advertisement
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,নির্যাতিতা আদিবাসী যুবতীর মা কয়েকদিন ধরেই বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার থেকে মায়ের কাছে রয়েছেন ওই যুবতী।
advertisement
অভিযোগ,হাসপাতালে আসার পর থেকেই অভিযুক্ত ওই তরুণীকে কুইঙ্গিত করছিল।
রবিবার বিকালে ওয়ার্ডের ভিতরে আচমকা আসে ওয়ার্ডবয় বিশ্বজিৎ দে। অভিযোগ,ঘরে ঢুকেই আলো নিভিয়ে দিয়ে পিছন থেকে যুবতীকে জড়িয়ে ধরে এবং যুবতীর শ্লীলতাহানি করে। এমনকি, তাঁর শাড়ি টেনে খুলে দেয় বলেও অভিযোগ।
advertisement
যুবতী চিৎকার করলে তাঁর মুখ টিপে ধরে অভিযুক্ত। এমনকি, যুবতীকে কিল,চড় ও ঘুষিও মারে। নিজেকে কোনও রকমে মুক্ত করে যুবতী চিৎকার করলে হাসপাতালে থাকা লোকজন সেখানে পৌঁছতেই অভিযুক্ত দৌড়ে পালিয়ে যায়।
যুবতীর করা লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমে বিশ্বজিৎ দেকে গ্রেফতার করে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
October 27, 2025 10:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South Bengal News: হাসপাতালের ওয়ার্ডের ভিতরেই...হঠাৎ নিভে গেল আলো, তারপরেই শাড়িতে টান! জঘন্য ঘটনা বর্ধমান মেডিক্যালে

