Form of SIR West Bengal : এই সেই SIR-এর ‘ফর্ম’, যা ঠিক করবে আপনার নাম ভোটার তালিকায় থাকবে কি না! কোথায় পাবেন? কোথায় জমা দিতে হবে? জানুন গোটা বিষয়
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
আপনি ভোটার কী ভোটার নন, তা বুঝতে প্রত্যেক বাড়িতে বাড়িতে বিলি করা হবে একটি বিশেষ ফর্ম৷ যে ফর্ম ফিল আপ-এর পরেই স্থির করা হবে আপনি বৈধ ভোটার না ভোটার নন৷ এর উপরেই নির্ভর করবে আপনার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণ৷
advertisement
advertisement
advertisement
জানা গিয়েছে, নির্দিষ্ট এলাকার BLO ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এই Enumeration Form পৌঁছে দেবেন৷ তাঁরা অন্তত ৩ বার ভোটারদের বাড়ি যাবেন৷ ভোটারদের নাম ও তথ্য ২০০২-০৪ এ হওয়া SIR তালিকার সঙ্গে মিলিয়ে দেখবেন৷ ভোটার নিজেও https://voters.eci.gov.in/ -তে গিয়ে তাঁর নাম বা বাবা-মায়েরা নাম পুরনো ভোটার তালিকায় আছে কি না, দেখে নিতে পারেন৷
advertisement
advertisement
BLO তারপরে সেই ফর্ম নতুন ভোটারের কাছ থেকে সংগ্রহ করে ERO (Sub Divisional Magistrate (SDM) level Officer )/AERO (Assistant Electoral Registration Officer)-এর কাছে জমা দেবেন৷ এছাড়া, Enumeration Form ও ভোটারদের কাছ থেকে সংগ্রহ করে ERO /AERO পৌঁছে দেবেন BLO. কোনও ভোটারকেই Enumeration Form সংগ্রহের জন্য কোথাও যেতে হবে না, বা জমা দিতে হবে না৷ সবটাই BLO তাঁদের বাড়িতে গিয়ে করে দেবেন৷
advertisement
যে সমস্ত ভোটাররা তাঁদের ফর্ম জমা দেবেন, তাঁদের তথ্য যাচাই করে প্রথমে খসড়া তালিকা তৈরি করবেন ERO/AERO-রা৷ যাঁদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না, তাঁদের তারপর নোটিস পাঠানো হবে৷ তাঁরা এসে নথি, তথ্য জমা দিলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম ভোটার তালিকায় উঠবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷
advertisement
নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে, পরিচয় এবং বয়সের প্রমাণ হিসেবে ১১টি নথির যে কোনও একটি জমা দেওয়া যেতে পারে৷ সেগুলি হল, ১) কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। ২) ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনও নথি। ৩) জন্ম শংসাপত্র। ৪) পাসপোর্ট। ৫) মাধ্যমিক বা তার অধিক কোনও শিক্ষাগত শংসাপত্র। ৬) রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র। ৭) ফরেস্ট রাইট সার্টিফিকেট। ৮) জাতিগত শংসাপত্র। ৯) কোনও নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার। ১০) স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার। ১১) জমি অথবা বাড়ির দলিল।
