Karimul Haque: হাজার মানুষের প্রাণ বাঁচানো ‘অ্যাম্বুল্যান্স দাদা’ আজ হাসপাতালে! করিমুল হকের হৃদযন্ত্রে বড় সমস্যা, আনা হবে কলকাতায়
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Karimul Haque: উত্তরবঙ্গের সমাজসেবী ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত করিমুল হক হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় উদ্বেগ ছড়িয়েছে বিভিন্ন মহলে।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: উত্তরবঙ্গের সমাজসেবী ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত করিমুল হক হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় উদ্বেগ ছড়িয়েছে বিভিন্ন মহলে। বুধবার ক্রান্তি ব্লকের ধলাবাড়ী গ্রামের বাসিন্দা করিমুল হক জলপাইগুড়ির একটি বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। অনুষ্ঠান চলাকালীনই আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।
পরিস্থিতি গুরুতর হওয়ায় দ্রুত তাঁকে জলপাইগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় সন্ধ্যা প্রায় ছ’টা নাগাদ তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।করিমুল হকের বড় ছেলে আহসানুল হক জানান, চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে তাঁর হৃদ্যন্ত্র সংক্রান্ত সমস্যা ধরা পড়েছে।
আরও পড়ুন: খরা কাটবে ঝগড়াপুরে, এবার ঘরে আসবে গোলা ভরা ধান! আড়াই কোটির প্রকল্পে প্রাণ ফিরে পাচ্ছে ‘বড়বাঁধ’
advertisement
advertisement
বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রাখার চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামীকাল শুক্রবার সকালেই উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, করিমুল হক তাঁর মানবিক কর্মকাণ্ড ও সমাজসেবার জন্য সারা দেশে পরিচিত। বিশেষ করে দুর্গম এলাকায় বিনামূল্যে অ্যাম্বুল্যান্স পরিষেবা দিয়ে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছেন তিনি। তাঁর অসুস্থতার খবরে বিভিন্ন সামাজিক সংগঠন, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ দ্রুত আরোগ্য কামনা করেছেন। সমাজসেবায় তাঁর অবদান স্মরণ করে সকলেই প্রার্থনা করছেন, পদ্মশ্রী করিমুল হক দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Siliguri,Darjeeling,West Bengal
First Published :
Jan 08, 2026 12:51 PM IST









