Cyclone Montha Alert: আজই সেই দিন যেদিন প্রবল ১১০ কিমি/ ঘণ্টা গতিতে ঝাঁপিয়ে পড়বে সাইক্লোন Montha, বাংলার কোন জেলায় কখন থেকে বদলাবে ওয়েদার
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Cyclone Montha Alert: ঝড় বৃষ্টির তাণ্ডব লীলা চলবে দক্ষিণের একাধিক জায়গায়, কী বলছে হাওয়া অফিস!
advertisement
1/10

পুরুলিয়া : তীব্র ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছচ্ছে এবং এই সাইক্লোনের যখন ল্যান্ডফল হবে তখ ঝড়ের গতি ৯০-১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে৷ ওয়েদার আপডেটে প্রবল বেগে বাতাস বইতে পারে এবং একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
2/10
তীব্র ঘূর্ণিঝড়টি কাকিনাড়ার কাছে অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, রাজ্য সরকার প্রশাসনকে উচ্চ সতর্কতা জারি করেছে।
advertisement
3/10
সোমবার আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ২৮ অক্টোবর সন্ধ্যা ও রাতে মাছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মধ্য দিয়ে অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করবে।
advertisement
4/10
নিম্নচাপের দাপট শুরু হচ্ছে আবারও। দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জায়গায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ক্রমাগতই আবহাওয়ার পরিবর্তন হতে দেখা যাচ্ছে।
advertisement
5/10
ঘূর্ণিঝড়ের প্রভাবে পড়তে চলেছে দক্ষিণের জেলায় জেলায়। তাপমাত্রার পারদ ওঠা-নামা করছে প্রায় রোজই। জেলা পুরুলিয়ার আবহাওয়া পরিবর্তন হচ্ছে। ঝড় বৃষ্টির তাণ্ডব লীলা চলবে বেশ কিছু জায়গায়। তীব্র গতিতে বইতে চলেছে ঝড়ো হাওয়া।
advertisement
6/10
বৃষ্টির প্রভাব পড়তে পারে জেলা পুরুলিয়াতে। তাপমাত্রা পারদ ওঠা-নামা করছে এর ফলে। এইদিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
advertisement
7/10
হালকা শীতের আমেজের অনুভুতি হতে না হতেই পুনরায় ভ্যাপসা গরমের অনুভূতি হচ্ছে জেলা জুড়ে। নতুন করে আবহাওয়ার ভোল বদল হচ্ছে।
advertisement
8/10
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইদিন দক্ষিণের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। তালিকায় থাকছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতা-সহ অধিকাংশ জেলাতে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
advertisement
9/10
উপকূলবর্তী জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সমস্ত জেলায় জারি হয়েছে সতর্কতা।
advertisement
10/10
অপরদিকে উত্তরা জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ারেও বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার ও শুক্রবার মালদহ, দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। Input- Sharmistha Banerjee
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Cyclone Montha Alert: আজই সেই দিন যেদিন প্রবল ১১০ কিমি/ ঘণ্টা গতিতে ঝাঁপিয়ে পড়বে সাইক্লোন Montha, বাংলার কোন জেলায় কখন থেকে বদলাবে ওয়েদার