ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, স্বামীকে সন্ধ্যাবেলা ফোন করে বলেন, ‘‘আমি এখন শো-তে আছি, তোমার সঙ্গে রাতে ফিরে কথা বলব।’’ সেই শেষ কথা। তার পরই পেশায় আইটি কর্মী স্বামী দেবজ্যোতির কাছে পথ দুর্ঘটনার খবর আসে থানা থেকে। দুর্ঘটনার খবর পেয়ে নরেন্দ্রপুর থেকে সোজা বরানগর থানায় আসেন টলি অভিনেত্রী সুচন্দ্রার স্বামী। স্ত্রীর মৃত্যু সংবাদ পেয়ে রীতিমতো শোকে ভেঙে পড়েছেন তিনি। পথ দুর্ঘটনায় প্রাণ হারানো স্ত্রী সুচান্দ্রার মৃত্যু যেন এখনও কোন ভাবেই মেনে নিতে পারছেন না তিনি।
advertisement
বরানগর থানাতে দাঁড়িয়ে স্বামী দেবজ্যোতি সেনগুপ্ত জানান, ২০২১ সাল থেকে অভিনয় শুরু করেন সুচন্দ্রা। স্ট্রাগলিংয়ের মাঝে চাকরিও করে সে। তবে কয়েক বছর হল অভিনয় থিয়েটারের সঙ্গে নিজেকে বেশি নিয়োজিত করেছিলেন এই টেলি অভিনেত্রী। সারাদিনই প্রায় ব্যস্ত থাকতেন শ্যুটিং, নাটক, থিয়েটার, রিহার্সাল নিয়ে। শেষে চাকরি ছেড়ে পুরোপুরি অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয় সুচন্দ্রা।
আরও পড়ুন: শ্যুটিং থেকে বাড়ি ফেরার পথে সব শেষ! দুর্ঘটনায় প্রাণ হারালেন টেলি অভিনেত্রী
শ্বশুরবাড়ি নরেন্দ্রপুরে হলেও, সোদপুরে বাবার কাছে থেকেই প্রায় নিত্যদিন চলত মফস্বল থেকে শহর কলকাতায় যাতায়াত। ইতিমধ্যেই বেশ কয়েকটি নাটক সিরিয়াল এও দেখা গিয়েছে তাকে। ‘গৌরী এলো’ সিরিয়ালের কাজ করতেই লোকের কাছে বেশি পরিচিত হয়ে ওঠে সুচন্দ্রা দাশগুপ্ত। পাশাপাশি বহু জায়গায় অভিনেত্রী হিসেবে কাজের সুযোগের জন্য দিচ্ছিলেন অডিশন। এদিনও ছিল শো।
স্বামী দেবজ্যোতি জানান, নিজের কাজকেই বেশি গুরুত্ব দিতেন সুচন্দ্রা। শেষ সন্ধ্যায় নাগাদ কথা হয়েছিল তাঁদের মধ্যে। স্ত্রী সুচন্দ্রা জানিয়েছিলেন, তিনি এখন শো-তেই আছেন, বাড়ি ফিরে কথা বলবেন। কিন্তু আর হল না কথা। কয়েক ঘণ্টা পর এল দুর্ঘটনার খবর। ততক্ষণে সব শেষ। মাত্র ৩০ বছর বয়সেই থেমে গেল এই টেলি অভিনেত্রীর লড়াই। শোকস্তব্ধ টলিপাড়ার সহকর্মীরা-সহ গোটা পরিবার।
শনিবার রাতে কলকাতা থেকে ডানলপের দিকে অ্যাপ বাইকে করে বাড়ি ফিরছিলেন টেলি অভিনেত্রী সুচন্দ্রা। পানিহাটি রেলওয়ে পার্কে তাঁর বাপের বাড়ি। এই সময় বরানগর ঘোষপাড়া রোড এর কাছে একটি সাইকেল আচমকাই রাস্তা পার করে সেই দেখে বাইকটি ব্রেক মারে। সেই সময় বাইকের পিছনে বসে থাকা সুচন্দ্রা পড়ে যান। পিছন দিক থেকে আসা একটি লরি তাঁর উপর দিয়ে চলে যায়। ঘাতক লরিটিকে আটক করেছে এবং তার চালককে গ্রেফতার করা হয়েছে। শোনা যাচ্ছে, গত নভেম্বর মাসে ‘গৌরী এলো’ ধারাবাহিকে একটি পার্শ্বচরিত্রে অভিনয় করেন তিনি।
Rudra Narayan Roy