Tollywood Actress Demise: শ্যুটিং থেকে বাড়ি ফেরার পথে সব শেষ! দুর্ঘটনায় প্রাণ হারালেন টেলি অভিনেত্রী
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Tollywood Actress Demise: শনিবার রাতে শ্যুটিং সেরে অ্যাপ বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই বরানগর থানার কাছে লরি এসে ধাক্কা মারে বাইকটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
কলকাতা: পথ দুর্ঘটনায় প্রয়াত টেলি অভিনেত্রী। বরানগরে লরির ধাক্কায় মৃত সুচন্দ্রা দাশগুপ্ত। জানা গিয়েছে, শনিবার রাতে শ্যুটিং সেরে অ্যাপ বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই বরানগর থানার কাছে লরি এসে ধাক্কা মারে বাইকটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
রবিবার রাত কলকাতা থেকে ডানলপের দিকে রাপিডো করে টেলি অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত (২৯) পানিহাটি রেলওয়ে পার্কে তাঁর বাড়িতে ফিরছিলেন । এই সময় বরানগর ঘোষপাড়া রোড এর কাছে একটি সাইকেল আচমকাই রাস্তা পার করে সেই দেখে বাইকটি ব্রেক মারে ।
advertisement
advertisement
সেই সময় বাইকের পিছনে বসে থাকা সুচন্দ্রা পড়ে যান। পিছন দিক থেকে আসা একটি লরি তাঁর উপর দিয়ে চলে যায়। ঘাতক লরিটিকে আটক করেছে এবং তার চালককে গ্রেফতার করা হয়েছে। শোনা যাচ্ছে, গত নভেম্বর মাসে ‘গৌরী এলো’ ধারাবাহিকে একটি পার্শ্বচরিত্রে অভিনয় করেন তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 21, 2023 11:20 AM IST