নিজের কাছে থাকা ২০০০ টাকার নোট কীভাবে বদলাবেন, কতদিন সময়? জানুন নিয়ম
২০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করল রিজার্ভ অফ ইন্ডিয়া।
অনেকেরই মনে প্রশ্ন, তাঁদের কাছে থাকা ২০০০ টাকার নোটগুলির কী হবে?
রিজার্ভ ব্যাঙ্কে গিয়ে ২০০০ টাকার নোট বদল করা যাবে, তার নিয়মাবলিও জানিয়ে দিয়েছে আরবিআই৷
আরবিআই জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০০০ টাকার নোট বৈধ থাকবে৷
তার আগেই ব্যাঙ্ক থেকে ২০০০ টাকার নোট বদলে নিতে হবে৷
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, আগামী ২৩ মে থেকে যে কোনও ব্যাঙ্কে গিয়ে ২০০০ টাকার নোট বদল করা যাবে৷
৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত এই সুযোগ মিলবে৷
২০১৬ সালে নোট বাতিলের পরই বাজারে আনা হয়েছিল ২০০০ টাকার নোট৷
আরবিআই-এর দাবি, যে উদ্দেশ্যে এই ২০০০ টাকার নোট বাজারে আনা হয়েছিল, তা পূরণ হয়েছে৷
কারণ বাজারে এখন অন্যান্য কম মূল্যের নোট পর্যাপ্ত পরিমাণে রয়েছে৷