কিন্তু ফের লকডাউন পড়ে যাওয়ায় তার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ভেঙে যায়। ফলে মানসিক ভাবে ভেঙে পড়েন সঞ্জয়। এরপর, মানসিক সমস্যা এতটাই বেড়ে গিয়েছিল যে তাকে ডাক্তার পর্যন্ত দেখাতে হয়। সেই পরিস্থিতিতে সঞ্জয় দু'বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানা যায়। সম্পূর্ণভাবে নিজেকে ঘরবন্দী করে নিয়েছিলেন তিনি।
আরও পড়ুন- চিকেন এবার নাকি ৩০০ টাকা! কেন লাফিয়ে বাড়ছে মুরগির মাংসের দাম?
advertisement
পরবর্তীতে এক আত্মীয়র কথায় নিজেকে পরিবর্তনের জন্য সাইকেল নিয়ে ঘুরতে বেরোনোর সিদ্ধান্ত নেন। তারপরে ২০২১ সালের ৩০ অক্টোবর নিজের সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন তিনি। সঞ্জয় জানিয়েছেন, প্রাথমিকভাবে ঠিক ছিল না তিনি কোথায় যাবেন। কিন্তু যতই সাইকেল চালিয়েছেন, তিনি ততই নিজেকে স্বাভাবিক অনুভব করেছেন। ফলে একের পর এক রাজ্য পেরিয়ে ২৪ টি রাজ্য ঘুরে ৮ মাস ১৪ দিন পরে গাইঘাটার গুটড়ির বাড়িতে ফিরেছেন সঞ্জয়।
আরও পড়ুন- বাংলাদেশে ব্যাংক জালিয়াতি! সেই টাকা পাঠানো হত এ রাজ্যে! কীভাবে, জানলে চোখ কপালে উঠবে
সঞ্জয় বলেন, "এখন আমি বুঝতে পারছি মৃত্যু সব সমস্যার সমাধান নয়। বেঁচে থেকে লড়াই করতে হবে। ঘুরে দাঁড়াতে হবে।" সঞ্জয়ের ইচ্ছা আগামী দিনে বাংলাদেশ ভ্রমণ করার এবং মৃত্যু যে সব সমস্যার সমাধান নয় সেই বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়া।
দীর্ঘদিন পরে ছেলে বাড়ি ফিরে আসায় খুশি সঞ্জয়ের মা সুচিত্রা দেবী। তিনি বলেন, "ছেলের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিল। যা দেখে খুব খারাপ লাগত। দীর্ঘদিন বাড়ির বাইরে সাইকেলে করে ঘুরে বেড়িয়েছে, ওকে নিয়ে খুব চিন্তা হতো। এখন বাড়ি ফিরে আসায় খুব আনন্দ হচ্ছে। ছেলেকে অনেকটা স্বাভাবিক মনে হচ্ছে।"
Rudra Narayan Roy