Bangladesh Bank Fraud Case: বাংলাদেশে ব্যাংক জালিয়াতি! সেই টাকা পাঠানো হত এ রাজ্যে! কীভাবে, জানলে চোখ কপালে উঠবে

Last Updated:

ইডি সূত্রে খবর, এই অভিযুক্তদের মাধ্যমেই টাকা ভারতে এসে পৌঁছত। এদের পিছনে অন্য কোনো প্রভাবশালী ব্যক্তির যোগ আছে কিনা, সেটা তদন্ত করে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

#উত্তর ২৪ পরগনা: বাংলাদেশের ব্যাংক জালিয়াতির ঘটনায় এক মহিলা সহ মূল অভিযুক্তকে গ্রেফতার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অশোকনগর থেকে গ্রেফতার মূল অভিযুক্ত প্রশান্ত হালদার সহ ছয় জন। গতকাল ইডি আধিকারিকরা অশোকনগর এলাকা সহ রাজ্যের নয় জায়গায় তল্লাশি চালিয়ে ছিল। ২৪ ঘণ্টা তল্লাশি অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেফতার করে ইডি। মূলত, বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হাজার কোটি টাকা প্রতারণার ঘটনায় মূল অভিযুক্ত প্রশান্ত হালদার, তার ভাই পৃথ্বীশ হালদার সহ ছয় জনকে গ্রেফতার করে ইডি।
একটি নন এক্সিস্টিং কোম্পানি দেখিয়ে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে বাংলাদেশি মুদ্রায় হাজার কোটি টাকা তোলে মূল অভিযুক্ত প্রশান্ত হালদার। এরপর সেই টাকা হাওয়ালা মারফত এসে পৌঁছেছিল পশ্চিমবঙ্গে। এমনই তথ্য উঠে আসে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তদন্তে। সেই তথ্য দিয়ে বাংলাদেশ সরকারের তরফ থেকে চলতি মাসে যোগাযোগ করা হয় ভারত সরকারের সঙ্গে। এরপরই ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশের থেকে আসা টাকার উৎস খুঁজতে তদন্তের দায়িত্ব দেওয়া হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে।
advertisement
advertisement
শুক্রবার থেকে এই ঘটনায় তদন্ত শুরু করে ইডি আধিকারিকরা। অশোকনগর, দমদম সহ কলকাতার বাইপাসের একটি অফিস ও ভাঙ্গরের মোট নয়টি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। দীর্ঘ ২৪ ঘণ্টা ম্যারাথন তল্লাশি অভিযানের পর শনিবার বাংলাদেশের ব্যাংক প্রতারণা ঘটনার মূল অভিযুক্ত প্রশান্ত হালদার সহ ছয় জনকে গ্রেফতার করে ইডি।
advertisement
ইডি সূত্রে খবর, এই অভিযুক্তদের মাধ্যমেই টাকা ভারতে এসে পৌঁছত। এদের পিছনে অন্য কোনো প্রভাবশালী ব্যক্তির যোগ আছে কিনা, সেটা তদন্ত করে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Bangladesh Bank Fraud Case: বাংলাদেশে ব্যাংক জালিয়াতি! সেই টাকা পাঠানো হত এ রাজ্যে! কীভাবে, জানলে চোখ কপালে উঠবে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement