আরও পড়ুন: রাজ আমলের প্রথা মেনেই টানা হল মদনমোহন দেবের রথ
রথের মেলা উপলক্ষ্যে টাকি রোডের দু’পাশে মেলা বসে। এই মেলায় পুতুল, বেলুন, চুড়ি আবার কোথাওবা ফুচকা, জিলিপি, পাঁপড় ভাজা সহ নানান মুখরোচক খাবার বিক্রি হয়। পাশাপাশি রথের মেলার পুরনো ঐতিহ্য মেনে এই মেলায় বিক্রি হয় নানান ধরনের গাছের চারা। তার মধ্য থেকে কেউ ফুলের, আবার অনেকেই নানান ফলের গাছ কিনে নিয়ে যান বাড়িতে লাগাবেন বলে।
advertisement
বাংলার এক পুরনো ঐতিহ্য হল রথের দিন নতুন গাছ লাগানো। পাঁপড় ভাজা, জিলিপি খাওয়া যেমন রথযাত্রার সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছে, তেমনই নতুন গাছ লাগানো এখানকার পুরনো ঐতিহ্য। তবে ধীরে ধীরে এই ঐতিহ্যে ভাঁটার টান লক্ষ্য করা যাচ্ছিল। ঠিক যেমন পাঁপড়, জিলিপির বদলে রোল, চাউমিন, বার্গার জনপ্রিয় হয়ে উঠেছে তেমনই বহু মানুষ রথের মেলায় এসে সাজগোজের নানান জিনিস কিনলেও গাছ কিনছিলেন না। কিন্তু এবছর সেই ছবিটা অনেকটাই বদলে গেছে। হয়তো অস্বাভাবিক গরম পড়ার পর সচেতন হয়েছেন অনেকে। তবে যাই হোক না কেন রথের মেলায় চারা গাছের বিক্রি বাড়া অত্যন্ত ভালো একটা খবর।
জুলফিকার মোল্লা