Ratha Yatra: রাজ আমলের প্রথা মেনেই টানা হল মদনমোহন দেবের রথ

Last Updated:

রাজ আমলের প্রথা মেনেই কোচবিহারে আয়োজিত হল মদনমোহন দেবের রথযাত্রা। দূর দূরান্ত থেকে উৎসবে সামিল হতে এলেন বহু ভক্ত

+
title=

কোচবিহার: ঐতিহ্যবাহী মদনমোহন দেবের রথযাত্রায় উপচে পড়ল ভক্তদের ভিড়। বৃষ্টিকে উপেক্ষা করেই হাজির হয়েছিলেন হাজার হাজার মানুষ। কোচ রাজাদের আমল থেকেই জাঁকজমকের সঙ্গে প্রতিবছর আয়োজিত হয়ে আসছে মদনমোহন দেবের এই রথযাত্রা। বিকেলের দিকে মদনমোহন দেবকে রথে চাপিয়ে রথের রশিতে টান দেন ভক্তরা। ধীরে ধীরে মাসির বাড়ির দিকে এগিয়ে যায় রথ।
কোচবিহারের মদনমোহন দেবের রথযাত্রা বিপুল জনপ্রিয়। জেলার বহু মানুষ সেই ছোটবেলা থেকে রথের দিন মদনমোহন দেবের বাড়িতে এসে হাজির হন। এমনকি জেলার বাইরে থেকেও বহু ভক্ত এই দিন ছুটে আসেন কোচবিহারে।
advertisement
কোচবিহার দেবোত্তর ট্রাস্টের সম্পাদক বিশ্বদীপ মুখার্জি বলেন, রাজ আমলের সমস্ত প্রথা মেনেই আজও মদনমোহন দেবের রথ টানা হয়। একটিও প্রথা পাল্টানো বা বাদ দেওয়া হয়নি। তাই এই রথের আবেদন আজও মানুষের কাছে একইরকম আছে বলে তিনি জানান। এদিকে রথযাত্রা উপলক্ষে মদনমোহন দেবের বাড়িতে মঙ্গলবার নিরাপত্তার কড়াকড়ি ছিল যথেষ্ট। রাস্তাতেও পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল।
advertisement
সার্থক পণ্ডিত
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Ratha Yatra: রাজ আমলের প্রথা মেনেই টানা হল মদনমোহন দেবের রথ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement