এবার আকাশ যাদব খুনের ঘটনায় সিবিআই এর হাতে গ্রেফতার হওয়া রোহিত যাদবের আচমকা মৃত্যু ঘিরে চাঞ্চল্য শুরু হয়েছে। জানা গিয়েছে, তদন্ত চলাকালীন জেল হেফাজতে মৃত্যু হয়েছে রোহিতের। রোহিতের পরিবারকে তার মৃত্যুর খবর জানায় জগদ্দল থানার পুলিশ। রোহিতির আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত পুরানিতলা এলাকা।
আরও পড়ুন-বাচিক শিল্পও হয়ে উঠতে পারে পেশা, কথার জাল বুনে নজির গড়ল আলোর বৃত্ত
advertisement
আরও পড়ুন-পঞ্চায়েত ভোটের আগেই উত্তপ্ত রাজ্য, ফের উদ্ধার ব্যাগ ভর্তি তাজা বোমা, আতঙ্ক এলাকায়
রোহিতের পরিবারের অভিযোগ, জেলে থাকাকালীন বিগত চার-পাঁচ মাস ধরেই শারীরিক অসুস্থায় ভুগছিলেন রোহিত। সেই বিষয়ে পরিবারের তরফে আদালতে এবং জেল কতৃপক্ষের কাছে একাধিকবার জানিয়ে কোনও লাভ হয় নি।কেউ কোনও সুরাহা করে নি। পরিবারের অভিযোগ, শেষমেষ কার্যত বিনা চিকিৎসাতেই জেল হেফাজতে মৃত্যু হয়েছে রোহিতের। ঘটনা সঠিক তদন্তের দাবি জানাচ্ছে রোহিতের পরিবার ও এলাকাবাসী।পরিবারের লোকজন দাবিতে জানিয়েছেন, তারা বিষয়টি জেল সুপার এবং প্রশাসনকে জানিয়েছিলেন কিন্তু তাতেও কোনও সুফল হয় নি। যদি রোহিতের সঠিক চিকিৎসা হতো তাহলে এইভাবে অকালে মৃত্যু হতো না। ইচ্ছাকৃতভাবে রোহিতকে মেরে ফেলেছে। প্রশাসনের কাছে তারা লিখিত অভিযোগ করবে। এবং তারা আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।
অরুণ ঘোষ