North 24 Pargana News: পঞ্চায়েত ভোটের আগেই উত্তপ্ত রাজ্য, ফের উদ্ধার ব্যাগ ভর্তি তাজা বোমা, আতঙ্ক এলাকায়
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:ZIAUL ALAM
Last Updated:
North 24 Pargana News: শাসনের সদ্যারআটি তেঘরিয়া এলাকায় রাস্তার ধারে একটি কালভার্টের নিচেই ব্যাগ ভর্তি তাজা বোমা দেখতে পায় এলাকার মানুষজন। তারাই পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ ।পুলিশ সূত্রে খবর, ব্যাগে ৮ টি তাজা বোমা রয়েছে৷ কে বা কারা রেখেছে এখনও স্পষ্ট নয়।
শাসন: আর কিছুদিন পরই পঞ্চায়েত ভোট৷ এবার নির্বাচনের আগেই উত্তপ্ত গোটা রাজ্য৷ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে ব্যাগ ভর্তি তাজা বোমা৷ আবারও ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হল শাসন থেকে৷ শাসনের সদ্যারআটি তেঘরিয়া এলাকায় রাস্তার ধারে একটি কালভার্টের নিচেই ব্যাগ ভর্তি তাজা বোমা দেখতে পায় এলাকার মানুষজন ৷ তারাই পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ ।পুলিশ সূত্রে খবর, ব্যাগে ৮ টি তাজা বোমা পাওয়া গেছে৷ তবে কে বা কারা রেখে গেছে, তা এখনও স্পষ্ট নয়। পঞ্চায়েত নির্বাচনের এলাকায় সন্ত্রাস করার জন্যই দুষ্কৃতীরা হয়তো বোমা রাখতে পারে বলেই অনুমান করা হচ্ছে।
শাসনের মাটি বিভিন্ন সময় রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল বাম জমানায়৷ পালাবদলের পর নতুন সরকার আসে৷ তৃণমূল কংগ্রেস আসার পর বেশ কয়েক বছর রাজনৈতিক কোনও গন্ডগোল না থাকলেও মোটামুটি ভাবে শান্ত বলা যায় শাসন৷ এবার পঞ্চায়েত নির্বাচনের আগেই সেই শাসনেই কালভার্টের নিচে থেকে উদ্ধার হল বোমা। কারা কোন উদ্দেশ্যে বোমা গুলি মজুদ করেছিল তা তদন্ত করে দেখছে শাসন থানার পুলিশ।
advertisement
advertisement
স্থানীয় মানুষ আজ সকালে গরু চরাতে গিয়ে দেখতে পায় ব্যাগটি৷ কিছু একটা রয়েছে ব্যাগে, তা ভেবেই খবর দেয় পুলিশকে৷ কী কারণে দুষ্কৃতীরা এখানে বোমা মজুদ করেছিল তা এখনও স্পষ্ট নয়৷ যে উদ্দেশ্যে এই দুষ্কৃতীরা বোমা মজুদ করেছিল তা তদন্ত করলেই জানা যাবে। রাজনৈতিক কারণে জমা করেছিল না অন্য কোনও উদ্দেশ্য ছিল দুষ্কীতিদের, তার তদন্ত চলছে।
advertisement
জিয়াউল আলম
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2023 2:28 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Pargana News: পঞ্চায়েত ভোটের আগেই উত্তপ্ত রাজ্য, ফের উদ্ধার ব্যাগ ভর্তি তাজা বোমা, আতঙ্ক এলাকায়