South 24 Parganas News: সিসিটিভি ক্যামেরা খারাপ হতেই জয়নগরে পরপর বাইক, সাইকেল চুরি

Last Updated:

দক্ষিণ বারাসত কলেজের স্টেশন সংলগ্ন এলাকা থেকে গত কয়েকদিনে বাইক, সাইকেল চুরির ঘটনা অনেকটাই বেড়ে গিয়েছে। এর ফলে এলাকাবাসী যেমন বিরক্ত তেমনই আতঙ্কিত।

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: চুরি, বিভিন্ন অসৎ কাজকর্ম ঠেকাতে জয়নগরের বিভিন্ন জায়গায় লাগানো হয় সিসিটিভি ক্যামেরা। এর ফলে চুরি, ছিনতাই সহ নানান অপরাধমূলক কাজ অনেকটাই কমানো গিয়েছিল জয়নগরে। সিসিটিভির ফুটেজ দেখে বহু মোবাইল চোর, বাইক চোরকে পাকড়াও করে পুলিশ। কিন্তু ধীরে ধীরে এলাকার বেশিরভাগ সিসিটিভি ক্যামেরা নষ্ট হয়ে যাওয়া এবং তা না সারানোয় আবার জয়নগরে চুরি-ছিনতাইয়ের ঘটনা বাড়তে শুরু করেছে।
দক্ষিণ বারাসতে কলেজ যাওয়ার রাস্তাজুড়ে বিভিন্ন ইলেকট্রিক পোস্টে লাগানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা। তবে বর্তমানে সেই ক্যামেরাগুলো আর কাজ করছে না। বিষয়টি বর্তমানে জয়নগরের ওপেন সিক্রেট। এর ফলে দক্ষিণ বারাসত কলেজের ওই রাস্তার স্টেশন সংলগ্ন এলাকা থেকে গত কয়েকদিনে বাইক, সাইকেল চুরির ঘটনা অনেকটাই বেড়ে গিয়েছে। এর ফলে এলাকাবাসী যেমন বিরক্ত তেমনই আতঙ্কিত।
advertisement
advertisement
এই পরিস্থিতিতে চুরি-ছিনতাই ঠেকাতে অবিলম্বে সিসিটিভি ক্যামেরাগুলো ঠিক করার দাবি তুলেছে জয়নগরের মানুষ। তাঁদের মতে দ্রুত সিসিটিভি ক্যামেরাগুলো ঠিক হলে তবেই আবার জয়নগরে চোরের উৎপাত ঠেকানো সম্ভব হবে। যদিও এই বিষয়ে পুলিশ প্রশাসনের তরফ থেকে কোন‌ও মন্তব্য করা হয়নি।
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: সিসিটিভি ক্যামেরা খারাপ হতেই জয়নগরে পরপর বাইক, সাইকেল চুরি
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement