ইতিমধ্যেই দফায় দফায় আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হলেও ওই পল্লীর বাসিন্দারা জানান নির্দিষ্ট ক্ষতিপূরণসহ বিকল্প বাসস্থানের ব্যবস্থা না করা অব্দি কিছুতেই তারা সরবেন না। এই নিয়ে লিখিত আবেদন জানানো হয়েছে পৌরসভায়। তারা যেই জমি দখল করে রয়েছেন সেটি সরকারি জমি বলে জানানো হয় প্রশাসনের তরফ থেকে।
আরও পড়ুনঃ সুইমিং পুলে ব্যবহার করা হচ্ছে পানীয় জল! অভিযোগ পেতেই নোটিশ দিল পুরসভা
advertisement
ফলে বিকল্প জায়গা হিসেবে নিকাশি নালার উল্টো দিকেই তাদের জায়গা দেওয়া হবে বলে বিধায়ক প্রতিশ্রুতি দেন। আট কিলোমিটার রাস্তা চার লেন হওয়ার কথা থাকলেও পরবর্তী সময়ে জমিজটে কিছুটা ছোট করেই নির্মাণ করা হয় রাস্তা। ফলে কম সময়ের মধ্যে অশোকনগর থেকে পৌঁছে যাওয়া যায় আওয়ালসিদ্ধি। মাঝের এই অংশের যত কেটে গেলেই দ্রুত কাজ শুরু হবে বলে জানানো হয় প্রশাসনের তরফ থেকে।
আরও পড়ুনঃ কলকাতা থেকেই মক্কার উদ্দেশ্যে রওনা হজযাত্রীদের
তবে স্থানীয় বাসিন্দাদের দাবি সম পরিমাণ জমি, পাকা বাসস্থান পাশাপাশি পানীয় জল এবং পাকা রাস্তার ব্যবস্থার পাশাপাশি যদি সরকারের তরফ থেকে কিছু পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হয় সেক্ষেত্রে তারা এই জায়গা ছেড়ে সরকার নির্দিষ্ট জায়গায় যেতে প্রস্তুত।
Rudra Narayan Roy