North 24 Parganas: সুইমিং পুলে ব্যবহার করা হচ্ছে পানীয় জল! অভিযোগ পেতেই নোটিশ দিল পুরসভা

Last Updated:

প্রচন্ড গরমে চর্তুদিকে যখন পানীয় জলের সংঙ্কট দেখা দিচ্ছে ঠিক তখনই উল্টো ছবি দেখা গেল খড়দহে। এই পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের একটি সুইমিং পুলে জল ভরতে ব্যবহার করা হচ্ছে পানীয় জল।

+
সুইমিং

সুইমিং পুলেই চলছে প্রশিক্ষণ

উত্তর ২৪ পরগনা: প্রচন্ড গরমে চর্তুদিকে যখন পানীয় জলের সংঙ্কট দেখা দিচ্ছে ঠিক তখনই উল্টো ছবি দেখা গেল খড়দহে। এই পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের একটি সুইমিং পুলে জল ভরতে ব্যবহার করা হচ্ছে পানীয় জল। বিতর্ক দানা বাধাঁর আগেই কড়া সিদ্ধান্ত পৌরসভার। নোটিশ ধরানো হল সুইমিং পুল কর্তৃপক্ষকে। সূত্রের খবর, খড়দহ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সূর্যসেন এলাকায় বাচ্চাদের সাঁতার প্রশিক্ষণের জন্য চালু হয়েছে একটি নতুন সুইমিং পুল। সেই সুইমিং পুলের জল নেওয়া হচ্ছে পৌরসভার পানীয় জলের লাইন থেকেই। তা ছাড়াও সুইমিং পুল তৈরির পাশাপাশি বাচ্চাদের সাঁতার প্রশিক্ষনের জন্য প্রয়োজনিও বৈধ কাগজও পুল কর্তৃপক্ষের কাছে নেই বলে জানা যায়। নেওয়া হয়নি পৌরসভা বা প্রশাসনিক কোনও অনুমতিও। খড়দহের সূর্যসেন সুইমিং পুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে চিঠি দিয়েছে পৌরসভা।
গ্রীষ্মের দাবদহে এমনিতেই পানিহাটি সহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের সমস্যা। আর এই পরিস্থিতিতে পুলের জন্য পানীয় জলের ব্যবহার করলে, গোটা খড়দহ অঞ্চলে দেখা দিতে পারে পানীয় জলের হাহাকার। সেই কারণেই পুল কতৃপক্ষ কে চিঠি দিয়েছে খড়দহ জল বিভাগের পৌর পারিষদ শান্তনু ভট্টাচার্য। অন্যদিকে, খড়দহ পৌরসভার উপ পৌর প্রধান সায়ন মজুমদার অবশ্য জানান, অতীতে যে ভাবে কলেজ স্কোয়ারে সাঁতার প্রশিক্ষণে দুর্ঘটনা ঘটেছে তার থেকে শিক্ষা নিয়ে বাচ্চাদের ভবিষ্যত এর কথা চিন্তা করে পৌরসভার পক্ষ থেকে সব অনুমতির কাগজপত্র চাওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ কলকাতা থেকেই মক্কার উদ্দেশ্যে রওনা হজযাত্রীদের
এবং পৌরসভার পানীয় জল পুলের জন্য ব্যবহার করতে বারণ করা হয়েছে। পাশাপাশি, পৌরসভার পক্ষ থেকে প্রশাসনিক সব দফতরে লিখিত অভিযোগ জানানো হয়েছে এরপরও পুল কতৃপক্ষ কাগজ না দেখালে পৌরসভা আইনিব্যবস্থা নেওয়া হবে। যদিও সূর্যসেন সুইমিং পুলের সম্পাদক নারায়ণ দত্ত পুলের জন্য আলাদা জলের ব্যবস্থা নেই একথা স্বীকার করলেও পুরো ঘটনার জন্য পৌরসভার দিকে অভিযোগের আঙুল তুলে আলোচনায় বসার আবেদন জানিয়েছেন।
advertisement
advertisement
তবে বিষয়টি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা দাবি তুলছেন পানীয় জল তুলে ব্যবহার অবিলম্বে বন্ধ করতে হবে। ইতিমধ্যেই বেশ কিছু মানুষের দাবি এলাকায় জলের স্তর অনেকটাই কমে গিয়েছে। পরবর্তী কি সিদ্ধান্ত নেওয়া হয় এখন সে দিকেই তাকিয়ে সকলে।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: সুইমিং পুলে ব্যবহার করা হচ্ছে পানীয় জল! অভিযোগ পেতেই নোটিশ দিল পুরসভা
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement