TRENDING:

North 24 Parganas News: কালীপুজোর থিমে সমাজ থেকে বৃদ্ধাশ্রম মুছে যাওয়ার বার্তা

Last Updated:

প্রযুক্তি ও আধুনিকতার ছোঁয়ায় দ্রুত বদলাচ্ছে মানুষের জীবনযাত্রা তবুও সমাজের এক কলঙ্কময় অধ্যায় বৃদ্ধাশ্রম। বয়স কালে এখনও সন্তানদের থেকে দূরে থাকতে হয় বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধাদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা : প্রযুক্তি ও আধুনিকতার ছোঁয়ায় দ্রুত বদলাচ্ছে মানুষের জীবনযাত্রা তবুও সমাজের এক কলঙ্কময় অধ্যায় বৃদ্ধাশ্রম। বয়স কালে এখনও সন্তানদের থেকে দূরে থাকতে হয় বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধাদের। একসময়, যৌথপরিবারের সমাজব্যবস্থায় বয়স্করা গয়া, কাশী তীর্থ করতে যেতেন। এমনকি, সেসময় বৃদ্ধ বাবা মায়েরা ছিলেন সংসার তথা সমাজের অবলম্বন। সময়ের সঙ্গে সঙ্গে যৌথ পরিবার ভেঙ্গে গিয়েছে। প্রায় সকলেই নিজেদের প্রয়োজনে গড়ে নিয়েছেন ছোট পরিবার। অর্থ উপার্জনের লোভের মাত্রা বেড়ে যেতেই সকলেই আজ প্রয়োজন ছাড়াও বেশী ব্যস্ত।
advertisement

আর সেইসঙ্গে পরিবারের বৃদ্ধ বাবা মায়েদের জায়গাও কমেছে। বলা যেতে পারে, সারাজীবন কর্মক্ষম বাবা-মায়ের আশ্রয়টুকু আজ বিপন্ন ছেলের পরিবারে। আর তখনই সংসারে বাড়তি বোঝা হয়ে ওঠা বাবা-মায়ের জন্য খুলে যায় বৃদ্ধাশ্রমের দরজা। সমাজের এই বাস্তব চিত্রকেই নিপুনভাবে কালীপুজোর থিমে ফুটিয়ে তুলছেন অশোকনগরের কচুয়া মোড়ের কিশোর সংঘ ক্লাব। বাইরের কোনও শিলপী নয়, নিজেরাই প্রায় দু মাস ধরে গড়ে তুলেছেন এই অভিনব থিম।

advertisement

আরও পড়ুনঃ মন্ডপে ঢুকেই ভয় ধরছে দর্শনার্থীদের! কচিকাচাদের অভিনয়ে হিট কালীপুজো

নদীয়ার শান্তিপুরের অভিনেতা-অভিনেত্রীরা তাদের অভিনয়ের দক্ষতা ফুটিয়ে তুলতেই, অনেক দর্শক চোখে জল ধরে রাখতে পারলেন না। ক্লাব সদস্যরা জানালেন, দর্শক সমাগম ভালো হয়েছে। তবে তাদের প্রচেষ্টা হল এই থিমের মাধ্যমে তারা দেখাতে চান সমাজ থেকে চিরতরে উঠে যাক বৃদ্ধশ্রম। সন্তানদের সংসারেই হাসিখুশি আনন্দে বাঁচুক বৃদ্ধ বৃদ্ধারা। মন্ডপ থেকে বেরোনোর সময় চোখের জল মুছতে দেখা গেল অনেক দর্শনার্থীদেরই। সমাজের এই রকম এক বার্তা তুলে ধরার জন্য ক্লাবকে কুর্নিশ জানাচ্ছেন অনেকেই।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: কালীপুজোর থিমে সমাজ থেকে বৃদ্ধাশ্রম মুছে যাওয়ার বার্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল