আর সেইসঙ্গে পরিবারের বৃদ্ধ বাবা মায়েদের জায়গাও কমেছে। বলা যেতে পারে, সারাজীবন কর্মক্ষম বাবা-মায়ের আশ্রয়টুকু আজ বিপন্ন ছেলের পরিবারে। আর তখনই সংসারে বাড়তি বোঝা হয়ে ওঠা বাবা-মায়ের জন্য খুলে যায় বৃদ্ধাশ্রমের দরজা। সমাজের এই বাস্তব চিত্রকেই নিপুনভাবে কালীপুজোর থিমে ফুটিয়ে তুলছেন অশোকনগরের কচুয়া মোড়ের কিশোর সংঘ ক্লাব। বাইরের কোনও শিলপী নয়, নিজেরাই প্রায় দু মাস ধরে গড়ে তুলেছেন এই অভিনব থিম।
advertisement
আরও পড়ুনঃ মন্ডপে ঢুকেই ভয় ধরছে দর্শনার্থীদের! কচিকাচাদের অভিনয়ে হিট কালীপুজো
নদীয়ার শান্তিপুরের অভিনেতা-অভিনেত্রীরা তাদের অভিনয়ের দক্ষতা ফুটিয়ে তুলতেই, অনেক দর্শক চোখে জল ধরে রাখতে পারলেন না। ক্লাব সদস্যরা জানালেন, দর্শক সমাগম ভালো হয়েছে। তবে তাদের প্রচেষ্টা হল এই থিমের মাধ্যমে তারা দেখাতে চান সমাজ থেকে চিরতরে উঠে যাক বৃদ্ধশ্রম। সন্তানদের সংসারেই হাসিখুশি আনন্দে বাঁচুক বৃদ্ধ বৃদ্ধারা। মন্ডপ থেকে বেরোনোর সময় চোখের জল মুছতে দেখা গেল অনেক দর্শনার্থীদেরই। সমাজের এই রকম এক বার্তা তুলে ধরার জন্য ক্লাবকে কুর্নিশ জানাচ্ছেন অনেকেই।
Rudra Narayan Roy