TRENDING:

North 24 Parganas: পুজোর আগে দক্ষিণেশ্বর রেল কলোনির বস্তি উচ্ছেদ! উঠছে প্রশ্ন

Last Updated:

সমস্যা তৈরি হয়েছিল দীর্ঘদিন ধরেই। তবে সমাধান মিলছে না। রেলের তরফ থেকে পূর্বেই নোটিশ দেওয়া হয়েছিল বস্তি বাসীদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: সমস্যা তৈরি হয়েছিল দীর্ঘদিন ধরেই। তবে সমাধান মিলছে না। রেলের তরফ থেকে পূর্বেই নোটিশ দেওয়া হয়েছিল বস্তি বাসীদের। পুজোর মুখে উচ্ছেদ ঘিরে নতুন করে তৈরি হয়েছে জটিলতা। এদিন, রীতিমতো সকাল থেকেই বস্তি উচ্ছেদের জন্য বুলডোজার ও রেল পুলিশের বিশাল বাহিনী জড়ো হয় বস্তি এলাকায়। তবে দক্ষিণেশ্বরে রেলের জবরদখল জমি উচ্ছেদে গিয়ে, দীর্ঘ টালবাহানার পর অবশেষে বাধা পেয়ে পিছু হটতে হয় রেল অধিকারিকদের। প্রসঙ্গত, পূর্ব রেলের তরফে আগাম নোটিশ দিয়ে জানানো হয়েছিল ২২ আগস্টের মধ্যে দক্ষিণেশ্বরে দখলদারদের রেলের জায়গা খালি করতে হবে।
advertisement

কিন্তু জায়গা খালি না করায় মঙ্গলবার রেল প্রশাসনকে সঙ্গে নিয়ে জবরদখল জমি উচ্ছেদে আসেন রেল অধিকারিকরা। অভিযোগ, বস্তিবাসীরা উচ্ছেদে বাধা দেন। রেল পুলিশের সামনে চলে অবস্থান বিক্ষোভ। এমনকি জবরদখল মুক্ত করার জন্য জেসিবি মেশিন আনা হলেও, সেই জেসিবিকে ঢুকতে দেওয়া হয়নি বস্তি এলাকায়। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পুজোর আগে এভাবে বস্তি উচ্ছেদ করলে পথে বসতে হবে কয়েকশো পরিবারকে বলে জানানো হয় স্থানীয়দের তরফ থেকে।

advertisement

আরও পড়ুনঃ দুর্দান্ত নজির! কি এমন করল বারাসত হাসপাতাল! জেনে নিন...

বিগত বহু বছর ধরেই তারা এই এলাকায় বসবাস করছেন বলে দাবি। তবে সঠিক পুনর্বাসনের পাশাপাশি ঘরের বদলে ঘর দেওয়ার দাবি জানান ওই এলাকার স্থানীয় বস্তি বাসিরা। ভেঙে পড়েন কান্নায়ও। বিক্ষোভকারীদের দাবি, সঠিক পুর্নবাসন দিলে তবেই তারা রেল কলোনি ছেড়ে চলে যাবেন। জোর করে উচ্ছেদ করা যাবে না। এদিন প্রায় হাজারের উপর স্থানীয় রেল কলোনির মানুষ উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ দেখান। মহিলাদের দেখা যায় রাস্তার উপরই বসে পরে বিক্ষোভ দেখাতে।

advertisement

View More

আরও পড়ুনঃ রাস্তা সংস্কারে জমি জটিলতা, পুজোর আগে ক্ষতির মুখে ব্যবসায়ীরা!

স্থানীয় কাউন্সিলর অরিন্দম ভৌমিকের দাবি, বহু বছর ধরে এখানে ৩০০ থেকে ৩৫০ পরিবার বসবাস করছেন। ফলে, গায়ের জোরে বস্তি উচ্ছেদ করা যাবে না। বিকল্প জায়গায় বন্দোবস্ত করে দিলেই ওরা বস্তি ছেড়ে দেবে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় রেলপুলিশের বিশালবাহিনী। তবে, শেষ পর্যন্ত বস্তিবাসীদের বিক্ষোভে পিছু হটতে হয় রেল পুলিশকে। পুজোর আগে রেলের এ ধরনের একটি সিদ্ধান্তে উঠছে প্রশ্ন!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: পুজোর আগে দক্ষিণেশ্বর রেল কলোনির বস্তি উচ্ছেদ! উঠছে প্রশ্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল