North 24 Parganas: দুর্দান্ত নজির! কি এমন করল বারাসত হাসপাতাল! জেনে নিন...
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
আবারো নজির গড়লো বারাসত হাসপাতাল। বারাসতে এসে শারীরিক অসুস্থতার কারণে রাস্তার পাশে বসতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন শেওড়াফুলির বাসিন্দা বৃদ্ধা শুক্লা চ্যাটার্জি।
#উত্তর ২৪ পরগনা : আবারো নজির গড়লো বারাসত হাসপাতাল। বারাসতে এসে শারীরিক অসুস্থতার কারণে রাস্তার পাশে বসতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন শেওড়াফুলির বাসিন্দা বৃদ্ধা শুক্লা চ্যাটার্জি। পড়ে গিয়ে মাথায় ঢুকে যায় লোহার ফলাযুক্ত গ্রীল। পরে স্থানীয়দের পাশাপাশি দমকল ও পুলিশের সহযোগিতায় গ্রীল কেটে দ্রুত তাকে নিয়ে গিয়ে ভর্তি করা হয় বারাসাত হাসপাতালে। মাথায় গ্রীলের টুকরো নিয়ে ভর্তি হওয়া রোগীকে অন্যত্র রেফার না করেই অপারেশন করার সিদ্ধান্ত নেন বারাসত হাসপাতালের সুপার সুব্রত মন্ডল সহ অন্যান্য ডাক্তাররা। এরপরই সময় নষ্ট না করে, দ্রুত চ্যালেঞ্জ নিয়ে বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের দল ওই মহিলার মাথায় অস্ত্রোপচার করেন।
advertisement
দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে চলা ওই অপারেশনে প্রাণ ফিরে পান শুক্লা দেবী। এই প্রথম বারাসত হাসপাতালে এত বড় একটি অপারেশন সাকসেসফুল হওয়ায়, রোগীর পরিবারের সদস্যদের পাশাপাশি খুশি ডাক্তার, নার্স সহ হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন বারাসত লোকসভার সাংসদ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির দায়িত্বে থাকা ড: কাকলি ঘোষ দস্তিদার-ও।
advertisement
এখন অনেকটাই সুস্থ আছেন শুক্লা চ্যাটার্জি বলেই জানিয়েছেন হাসপাতাল সুপার সুব্রত মন্ডল। প্রসঙ্গত, সোমবার বছর ৬৫ বৃদ্ধা শুক্লা দেবী, বারাসাতের একটি নামি সোনার দোকানের সামনে থাকা গ্রীলের পাশে বসতে যায়। অনুমান সেই সময় বৃদ্ধার শরীর খারাপ লাগার কারণেই তিনি ওই জায়গায় বসতে যান। এরপরই, তিনি রাস্তার পাশে বসতে গিয়ে, আচমকাই মাথা ঘুরে পরে যান গ্রীলের উপর। তখনই ঘটে বিপত্তি। লোহাল ফলা ঢুকে যায় মাথায়। যা বের করা সম্ভব হয়নি ঘটনাস্থলে থাকা কারোর পক্ষেই।
advertisement
খবর দেওয়া হয় বারাসাত থানা ও দমকল বিভাগে। দমকল এসে মাথায় ঢুকে যাওয়া গ্রীলের অংশ কেটে মহিলাকে উদ্ধার করে। বাকি গ্রীলের ফলা মাথায় নিয়েই দ্রুত তাকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। পরে, বারাসত থানার পুলিশের সাহায্যে খবর পেয়ে আসেন পরিবারের লোকেরাও। হাসপাতাল সূত্রে খবর, আজকের দিনটি পর্যবেক্ষণে রাখা হলেও বুধবার ওই রোগীকে ছেড়ে দেওয়া হতে পারে।
advertisement
Rudra Narayan Roy
Location :
First Published :
August 23, 2022 8:31 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: দুর্দান্ত নজির! কি এমন করল বারাসত হাসপাতাল! জেনে নিন...