North 24 Parganas: রাস্তা সংস্কারে জমি জটিলতা, পুজোর আগে ক্ষতির মুখে ব্যবসায়ীরা!

Last Updated:

আট কিলোমিটার রাস্তার অধিকাংশটাই সংস্কার করে চওড়া করা হয়েছে। মাঝের বাকি কিছুটা রাস্তাও চওড়া হবে, কিন্তু জটিলতা তৈরি হয়েছে জমি নিয়ে।

+
চলছে

চলছে দোকান ভাঙার কাজ

#উত্তর ২৪ পরগনা : আট কিলোমিটার রাস্তার অধিকাংশটাই সংস্কার করে চওড়া করা হয়েছে। মাঝের বাকি কিছুটা রাস্তাও চওড়া হবে, কিন্তু জটিলতা তৈরি হয়েছে জমি নিয়ে। তার জেরে পুজোর আগে ক্ষতির মুখে একাধিক ব্যবসায়ী। অশোকনগরে হাবরা নৈহাটি রোডের ঈশ্বরীগাছার কাছে রাস্তার পাশে দোকান ভাঙাকে কেন্দ্র করে তৈরি হল জটিলতা। ইতিমধ্যেই চওড়া হয়েছে এই রাস্তা, তবে জমি জটের কারণে এখনো কিছু অংশে রাস্তা সংস্কারের কাজ বাকি রয়ে গিয়েছে। এদিন প্রশাসনিক আধিকারিকেরা আসলে তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা।
 
 
advertisement
স্থানীয় ব্যবসায়ীদের দাবি, কিছু ক্ষেত্রে শাসকদল ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সুবিধা পাইয়ে দিতে কম জায়গা ভাঙ্গা হচ্ছে তাদের। এই অভিযোগ তুলেই এদিন স্থানীয় ব্যবসায়ীরা দাবি জানান, নিয়ম সকলের জন্য যাতে এক হয়। সেই অনুযায়ী যদি তিন ফুট জায়গার প্রয়োজন হয় তাহলে তিন ফুট জায়গায়ই তারা ছাড়বেন। এর বেশি জায়গা ছাড়লে পথে বসতে হবে ওই এলাকার বহু ব্যবসায়ীকে। কিন্তু প্রশাসনের তরফে জানানো হয় পাঁচ ফুট জায়গা ছাড়তে হবে।
advertisement
 
এদিন প্রশাসনিক আধিকারিকেরা জমি জরিপের কাজও করেন রাস্তা সংস্কারের জন্য। বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলেও আলোচনা করা হবে বলে জানানো হয়। রাস্তা সংস্কার যেমন প্রয়োজন, ঠিক তেমনই ব্যবসায়ীদের যেন খুব বিশেষ কোনো ক্ষতি না হয় সে দিকটাও সরকারকে দেখার আরজি জানিয়েছেন তারা। তবে এই তিন ফুট আর পাঁচ ফুটের মাপের মধ্যেই আটকে রয়েছে রাস্তা সম্প্রসারণের কাজ। দীর্ঘ প্রায় কয়েক বছর ধরে চলছে এই হাবরা নৈহাটি রাস্তা নির্মাণের কাজ। এখনো পুরোপুরি ভাবে শেষ করা হয়নি কাজ।
advertisement
 
পাশের নিকাশী নালাও তৈরি হয়নি বহু অংশেই। তাছাড়াও বসছে গঙ্গার জলের পাইপ লাইন। সেই কারণেও অতিরিক্ত সময় লাগছে বলে প্রশাসন সূত্রে খবর। পুজোর আগে ব্যবসায়ীদের দোকান ভাঙ্গা পাড়ায় ক্ষতির আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই। শাসকদলের দিকেও বিষয়টি নিয়ে আঙ্গুল তুলছে স্থানীয় ব্যবসায়ী এলাকাবাসীরা। আগামী দিনে প্রশাসন কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার।
advertisement
 
 
 
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: রাস্তা সংস্কারে জমি জটিলতা, পুজোর আগে ক্ষতির মুখে ব্যবসায়ীরা!
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement