প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ব্যক্তি রেল লাইনের পাশ দিয়ে ফোনে কথা বলতে বলতে হাঁটছিলেন, সেই সময় লাইনে আচমকা চলে আসে আপ শিয়ালদহ-হাসনাবাদ লোকাল। শিয়ালদহ-হাসনাবাদ শাখার মালতিপুর ও কাঁকড়া মির্জানগর স্টেশনের মাঝখানে এই ঘটনা ঘটে এদিন সকালে। মৃতের নাম বঙ্কিম মিস্ত্রির।
আরও পড়ুন, ৩০ বছর পরে শনির বিরল রাজযোগ! হাতে আসবে প্রচুর টাকা, মালামাল হতে চলেছে ৩ রাশি
advertisement
তিনি পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বাড়ি বসিরহাটের ন্যাজাট থানার সেহেরা অঞ্চলে। সেখানেই শিক্ষকতা করতেন তিনি। বঙ্কিম বাবুর ছেলে থাকেন কলকাতায়। তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন বঙ্কিম বাবু। সেই সময় এই ঘটনা ঘটে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ট্রেন চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থলে যায় বসিরহাটের জিআরপি। মৃতদেহ উদ্ধার করে বারাসাত রেল পুলিশ মর্গে পাঠানো হয়েছে। কখনও রেল লাইনের ধারে ফোনে কথা বলার সময়, কখনও গেম খেলার সময় এমন ঘটনা একাধিকবার ঘটেছে। ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি।
জুলফিকার মোল্যা