TRENDING:

North 24 Parganas: পুলিশের সামাজিক উদ্যোগ, ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানে চালু কোচিং সেন্টার

Last Updated:

সমাজে নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনো মানবিক কখনো আবার অমানবিক। আইন-শৃঙ্খলা রক্ষা করতে সর্বদা স্বতন্ত্র প্রহরীর মত কাজ করতে দেখা যায় পুলিশ প্রশাসনকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা : সমাজে নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনো মানবিক কখনো আবার অমানবিক। আইন-শৃঙ্খলা রক্ষা করতে সর্বদা স্বতন্ত্র প্রহরীর মত কাজ করতে দেখা যায় পুলিশ প্রশাসনকে। সেই পুলিশেরই আরও এক অভিনব উদ্যোগ সাড়া ফেলল জেলায়। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তত্ত্বাবধানে জগদ্দল থানার উদ্যোগে মোমিনপাড়া এলাকায় খোলা হল নতুন একটি স্কুল (ফ্রি কোচিং ক্লাস)। প্রায় ৪০ জন ছাত্র-ছাত্রীকে নিয়ে স্কুলের পঠন পাঠন শুরু হল এদিন থেকে। ইচ্ছা থাকলেও আর্থিক সামর্থ্য বা পরিস্থিতির কারণে অনেকেই পড়াশোনা চালাতে সমস্যার সম্মুখীন হন। সেইসব ছাত্র-ছাত্রীদের সমাজে মাথা তুলে দাঁড়ানোর জন্য, শিক্ষা লাভের সুযোগ করে দিতেই এই অভিনব উদ্যোগ পুলিশের।
advertisement

 

 

মূলত নবম দশম শ্রেণির ছাত্র- ছাত্রীদের নিয়েই আপাতত শুরু হল ফ্রি কোচিং সেন্টার। সেন্টারটি ঘুরে দেখেন ব্যারাকপুর পুলিশ কমিশনার ডিসি নর্থ শ্রীহরি পান্ডে। প্রথম দিনেই ছাত্র-ছাত্রীদের ক্লাস নিলেন জগদ্দল থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রদীপ কুমার দান। ডিসি নর্থ জানান, পঠন পাঠনের প্রতি ছাত্র-ছাত্রীদের আগ্রহ বাড়াতে নতুন বেশ কয়েকটি কোচিং সেন্টার খোলার কথা চিন্তা করেছে ব্যারাকপুর কমিশনারেট।

advertisement

View More

আরও পড়ুনঃ কৃষকদের আধুনিক পদ্ধতির মাধ্যমে ড্রোন উড়িয়ে প্রশিক্ষণ

 

 

এছাড়াও আগামী দিনে কম্পিউটার ট্রেনিং সেন্টারও খোলা হবে ছাত্র-ছাত্রীদের জন্য। পুলিশের উদ্যোগে কোচিং ক্লাসে আসা ছাত্র-ছাত্রীদের মধ্যে এদিন এক আলাদা উদ্দীপনা লক্ষ্য করা যায়। পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের প্রতিযোগিতায় মূল স্রোতে ফিরিয়ে আনতে পুলিশের এই মানবিক উদ্যোগের প্রশংসা করছে সমাজের বিভিন্ন মহল। এদিন কোচিং সেন্টারে ছাত্রছাত্রীদের ক্লাস নিতে দেখা যায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্যান্য পুলিশ আধিকারিকদেরও।

advertisement

আরও পড়ুনঃ গোপন সূত্রে খবর পেয়ে অপারেশন পুলিশের! জালে ৬ দুষ্কৃতী

 

 

মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন অপরাধ মূলক কাজকর্ম থেকে বিরত রাখতে শিক্ষাদান গুরুত্বপূর্ণ এমনটাই মনে করেন প্রশাসনের আধিকারিকেরা। সে ক্ষেত্রে সঠিক শিক্ষাই বদলাতে পারে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ। পুলিশের এই উদ্যোগ ফলপ্রসু হবে বলেই আশা প্রকাশ করেছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: পুলিশের সামাজিক উদ্যোগ, ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানে চালু কোচিং সেন্টার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল