North 24 Parganas: কৃষকদের আধুনিক পদ্ধতির মাধ্যমে ড্রোন উড়িয়ে প্রশিক্ষণ
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
আধুনিক পদ্ধতিতে ড্রোন ব্যবহার করে জমিতে কীটনাশক স্প্রে করার প্রশিক্ষণ দেওয়া হল কৃষকদের। ফলে চাষের ক্ষেত্রে সময়ও যেমন বাঁচবে, কীটনাশক স্প্রে-র ক্ষতিকর প্রভাব থেকেও চাষীদের মিলবে মুক্তি।
#উত্তর ২৪ পরগনা : আধুনিক পদ্ধতিতে ড্রোন ব্যবহার করে জমিতে কীটনাশক স্প্রে করার প্রশিক্ষণ দেওয়া হল কৃষকদের। ফলে চাষের ক্ষেত্রে সময়ও যেমন বাঁচবে, কীটনাশক স্প্রে-র ক্ষতিকর প্রভাব থেকেও চাষীদের মিলবে মুক্তি। জেলার বিস্তীর্ণ এলাকার মানুষ কৃষির উপর নির্ভরশীল। কৃষকদের কৃষি ক্ষেত্রে সুবিধা প্রদানের জন্য রাজ্য সরকার নানা প্রকল্প ও সুবিধা প্রদান করছে। এদিন বনগাঁ ব্লকের জোকা আমতলা এলাকায় একটি বেসরকারি কীটনাশক সংস্থার পক্ষ থেকে এলাকার চাষীদেরকে জমিতে চাষের অত্যাধুনিক পদ্ধতিতে কীটনাশক স্প্রে করবার জন্য ড্রোনের ব্যবহার শেখানো হয়। নতুন পদ্ধতিতে চাষের জমিতে কীটনাশক স্প্রে দেখতে প্রচুর চাষী ভিড় জমিয়েছিল।
advertisement
বেসরকারি কীটনাশক সংস্থার দাবি এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে চাষ জমিতে কম সময়ে কীটনাশক স্প্রে করা যাবে। এক একর জমি স্প্রে করতে মাত্র ছয় মিনিট সময় লাগবে ড্রোনের। পাশাপাশি, একবারে ১০ লিটার কীটনাশক বহন করতে পারবে এই ড্রোন। ফলে খুব কম সময়ে ও কম খরচে চাষের জমিতে কীটনাশক প্রয়োগ করা যাবে।
advertisement
এই বিষয়ে চাষীদের দাবি, চাষের জমিতে কীটনাশক দিতে গেলে শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। অতিরিক্ত সময়ও ব্যয় হয়, মজুরি অনেক লাগে। এই ড্রোন দিয়ে স্প্রে করা হলে শারীরিক ক্ষতির আশঙ্কা কম হবে অনেকটাই। পাশাপাশি, মজুরিও অনেকটা সাশ্রয় হবে ও চাষের পক্ষেও তা উপকারী হবে। এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার বাইরের দেশে দেখা যায়।
advertisement
জেলার চাষীরা এই প্রথম এ ধরনের প্রযুক্তি দেখতে ও ব্যবহার করার সুযোগ লাভ করছে বলেই জানান। আগামী দিনে এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চাষ করার উৎসাহ লক্ষ্য করা গেল চাষীদের মধ্যে। অগ্নি নির্বাপন সহ নানা বিষয়ে ড্রোন ব্যবহার করা হলেও, কৃষি ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার সুফল আনবে বলেই মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা।
advertisement
Rudra Narayan Roy
Location :
First Published :
September 08, 2022 6:27 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: কৃষকদের আধুনিক পদ্ধতির মাধ্যমে ড্রোন উড়িয়ে প্রশিক্ষণ