North 24 Parganas: গোপন সূত্রে খবর পেয়ে অপারেশন পুলিশের! জালে ৬ দুষ্কৃতী
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
আবারো সাফল্য জেলা পুলিশের। বড়সড় ডাকাতির ছক বানচাল করল গাইঘাটা থানার পুলিশ। গ্রেফতার করা হল ছয় দুষ্কৃতীকে।
#উত্তর ২৪ পরগনা : আবারো সাফল্য জেলা পুলিশের। বড়সড় ডাকাতির ছক বানচাল করল গাইঘাটা থানার পুলিশ। গ্রেফতার করা হল ছয় দুষ্কৃতীকে। উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া হীরালাল মোড়ে থেকে গ্রেফতার করা হয় তাদের। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভোজলি, চপার, ছুরি, তালা ভাঙার রড, পেট্রোল সহ আরও সামগ্রী। আটক করা হয় একটি মারতী ভ্যানও। ধৃতরা ডাকাতির কাজে এগুলি ব্যবহার করত বলে অনুমান পুলিশের।
পুলিশ জানিয়েছে ধৃতদের নাম অনিক সাহা, রাহুল বিশ্বাস, অর্ক ঘোষ, মনোজ গোস্বামী, ছোট সরদার ও শৈলেন বিশ্বাস। তারা সকলেই বনগাঁ ও বাগদা এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর আসে বেশ কিছু যুবক গাইঘাটার চাঁদপাড়া হীরালাল মোড়ের কাছে একটি অন্ধকার জায়গায় জড়ো হয়েছে।
আরও পড়ুনঃ শিক্ষারত্ন পাচ্ছেন বারাসত নবপল্লী বয়েজ স্কুলের প্রধান শিক্ষক
তাদের হাতে ধারালো অস্ত্র রয়েছে। এই খবরের ভিত্তিতে গাইঘাটা থানার পুলিশের একটি দল সেখানে যায়। যদিও সেখানে কাউকে দেখতে পাননি তাঁরা। এরপর, সেখানেই বেশ কিছুক্ষণ লুকিয়ে অপেক্ষা করতে থাকেন পুলিশ আধিকারিকরা। খানিক পরেই দেখা যায়, এক এক করে সেখানে জড়ো হচ্ছে বেশ কয়েক জন যুবক। তাদের সংখ্যা বাড়তে বাড়তে পৌঁছয় আট থেকে দশ জনে। তাদের প্রত্যেকের হাতেই ছিল নানা ধারালো অস্ত্র।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কলকাতার মতোই দুর্গাপুজো কার্নিভাল কি এবার অশোকনগরেও! বাড়ছে জল্পনা
এরপরই পুলিশ তাদের ঘিরে ফেলতে গেলে, ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় দু একজন পালিয়ে গেলেও, গ্রেফতার করা হয়েছে ছ’জনকে। বাজেয়াপ্ত করা হয় ওই সব অস্ত্রও। পুলিশের জেরায় ধৃতরা স্বীকার করে, তারা ডাকাতের উদ্দেশ্যেই জড়ো হয়েছিল। গাইঘাটা, হাবরা, মসলন্দপুর এলাকার মধ্যে ডাকাতির করার ছক ছিল তাঁদের। ধৃত ছ'জনকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।
advertisement
Rudra Narayan Roy
Location :
First Published :
September 03, 2022 7:43 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: গোপন সূত্রে খবর পেয়ে অপারেশন পুলিশের! জালে ৬ দুষ্কৃতী