আগের দিন এই দুই বুথে ছড়িয়ে পড়ে ছিল চরম উত্তেজনা৷ এমনকি ব্যালট বাক্স বুথ থেকে ছিনতাই-সহ পুকুরে ফেলা দেওয়া মতো নানা ঘটনা হয়ে উঠে ছিল। ভোট কেন্দ্রেই সংঘর্ষে জড়িয়ে পড়ে শাসক ও বিরোধী দলের উভয় পক্ষই। তার জেরে বন্ধ করে দেওয়া হয় ভোট গ্রহণ প্রক্রিয়া।
West Bengal Panchayat Election Result 2023 (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল) Live Updates
advertisement
আরও পড়ুন: পুনর্নির্বাচন নিয়ে যা বললেন গ্রামবাসীরা, তা আপনাকেও ভাবাবে!
সোমবার ফের এই দুই বুথে সকাল থেকে চলছে ভোট গ্রহণ। ছিল পর্যাপ্ত পুলিশবাহিনী এমন কী কেন্দ্রীয় বাহিনিও দেখা মিলেছে বুথ গুলিতে। তবে আগের দিনের থেকে আজকের ছবিটা অনেকটাই আলাদা। পুরুষ এবং মহিলাদের সুষ্ঠভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গিয়েছে এদিন।এমনকি জাফরপুর অবৈতনিক বিদ্যালয়ে ভোট গ্রহণ কেন্দ্রেই দেখা গেল দোলনায় দোল খাচ্ছে কচিকাচারা এবং তাদের আনন্দের মাঝেই মায়েরা লাইনে দাঁড়িয়ে একে একে শামিল হচ্ছেন গণতন্ত্রের এই উৎসবে।
আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা রুখতে গিয়ে আহত ৩ পুলিশ! ঘটনা জানলে চোখ কপালে উঠবে
সেদিনের ঘটনা যারা চাক্ষুষ দেখেছেন, এ দিনের ভোট গ্রহণ কেন্দ্রের ছবি দেখে তারাই বলছেন এমন সুস্থ শান্ত নির্বাচন যদি আগের দিন হত তাহলে আবার এভাবে পুনরায় লাইনে দাঁড়িয়ে ভোট গ্রহণের প্রয়োজন পড়ত না। তবে এদিনের ভোট গ্রহণের শান্ত ছবি দেখে স্বস্তিতে জেলা প্রশাসন। আজ আর জনমত দেওয়া ব্যালট বাক্স পরলো না পুকুরে, তা গণনার জন্য নিয়ে যাওয়া হল নির্দিষ্ট গন্তব্যে। রাত পার হলেই জানা যাবে এর ফলাফল।
Rudra Narayan Roy