TRENDING:

North 24 Parganas News: মা-বাবার ছবি এঁকে সে কী আনন্দ অনাথ শিশুদের!

Last Updated:

মা-বাবার ছবি এঁকে আনন্দে মাতল খুদে অনাথ শিল্পীরা। তাদের সহযোগিতা করল একদল পেশাদার চিত্রশিল্পী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: তাঁরা জীবন থেকে হারিয়ে গিয়েছেন বলেই ওরা বাকিদের থেকে আলাদা। সেই হারিয়ে ফেলা মা-বাবার ছবি এঁকে আনন্দে মাতল খুদে অনাথ শিল্পীরা। তাদের সহযোগিতা করল একদল পেশাদার চিত্রশিল্পী।
advertisement

আরও পড়ুন: শান্তিপুরকে যানজট মুক্ত করতে উদ্যোগ পুরসভার, টোটোয় লাগাম পড়ানোর সিদ্ধান্ত

মনের ভাব প্রকাশের ক্ষেত্রে ভাষার পাশাপাশি চিত্রশিল্পেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ইচ্ছে থাকলেও মা-বাবা না থাকায় এই খুদেদের অনেকেই চিত্রশিল্পের ছোঁয়া থেকে বঞ্চিত। সেই তাদের‌ই ছবি আঁকার প্রতি আগ্রহ বাড়াতে উদ্যোগী হল ন্যাশনাল আর্ট ক্লাব।

advertisement

View More

উত্তর ২৪ পরগনার ঘোড়ারাস-কুলীনগ্রাম পঞ্চায়েতের জাফরপুরে অনাথ শিশুদের নিয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। এখানকার একটি অনাথ আশ্রমের শিশুদের ছবি আঁকায় উৎসাহ দেন ন্যাশনাল আর্ট ক্লাবের সদস্যরা। বসিরহাটের বিখ্যাত চিত্রশিল্পী প্রয়াত সুধীর কুমার সরকার ও রাজীব দেবের স্মৃতিতে ওই অনাথ আশ্রমের প্রাঙ্গণে একটি চিত্র শিল্প কর্মশালা ও ছবি আঁকার প্রতিযোগিতার আয়োজন করা হয়।

advertisement

পাশাপাশি অভিনব ক্রিয়েটিভ প্রিন্টিংয়েরও একটি কর্মশালার আয়োজন করা হয়। ন্যাশনাল আর্ট ক্লাবের সম্পাদক তরুণ চন্দ বলেন, শিশুদের মানসিক একাগ্রতা বাড়াতে, অন্যমনস্কতা দূর করে মন ভালো রাখতে ও পড়াশোনা তথা হাতের লেখাকে সমৃদ্ধ করতে ছবি আঁকার কোন‌ও বিকল্প নেই। এই উদ্দেশ্যগুলি পূরণের পাশাপাশি ছোটদের মধ্যে ছবি আঁকার চল বাড়াতে এই বিশেষ ব্যবস্থা করা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জুলফিকার মোল্লা

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: মা-বাবার ছবি এঁকে সে কী আনন্দ অনাথ শিশুদের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল