স্থানীয় মানুষজন খবর দেয় রাজারহাট থানায়। রাজারহাট থানার পুলিশ সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে সেই বোমা উদ্ধার করে জানিয়ে নতুন করে আবার বিতর্ক দেখা দিল পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠল।
আরও পড়ুন – BCCI Earnings: বিসিসিআই একাই শের! আইসিসি-র লভ্যাংশের থেকে কোটি কোটি টাকা আয় হবে ভারতের
advertisement
কে বা কারা এই বোমা রেখে গেল ইতিমধ্যেই পুলিশ খতিয়ে দেখছে। পুলিশ সূত্রে খবর পঞ্চায়েত ভোটের সময় এই বোমা মজুত রাখা হয়েছিল এলাকায় অশান্তির জন্য কারা সেই বোমা মজুত রেখেছিল ইতিমধ্যেই পুলিশ খতিয়ে দেখছে। অন্যদিকে এদিন সকাল বেলায় নিউটাউন থানায় দেখা গিয়েছিল স্থানীয় যুবককে দিয়ে বোমা উদ্ধার করাচ্ছে নিউটাউন থানার পুলিশ।
আর একই ছবি রাতে দেখা গেল রাজারহাট কাদা গ্রামে বম্ব উদ্ধার করছে রাজারহাট থানার পুলিশ। কোনও সুরক্ষা ছাড়াই এভাবে বম্ব উদ্ধার করায় উঠছে প্রশ্ন জানিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। একদিন দেখা যেত বিধাননগর পুলিশ কমিশনারেট সব থেকে সতর্কমূলক ব্যবস্থা নিতে কিন্তু এবারে একেবারে উল্টো রকম চিত্র দেখা যাচ্ছে জানিয়ে বিধাননগর কমিশনারেট উচ্চ পদস্থ আধিকারিকরা বিষয়টি ভালো চোখে নেয়নি বলেই খবর৷
Anup Chakraborty