বসিরহাটের বাদুড়িয়া থানার আটুরিয়া গ্রাম পঞ্চায়েতের আটুরিয়া গ্রামের বাসিন্দা বছর ২৬ এর এক যুবকের সঙ্গে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের বাসিন্দা এক নাবালিকা কন্যার বিয়ের আসর বসেছিল পাত্রের বাড়িতেই। সেই খবর জানতে পেরে সীমান্তরক্ষী বাহিনী। ১৫৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ১০৯৮ এ ফোন করে চাইল্ড লাইন, বাদুড়িয়া থানার পুলিশ ও দুই স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করে।
advertisement
আরও পড়ুন: প্রবল বেগে ধেয়ে আসছে মোকা! সুন্দরবনের নদীবাঁধ পরিদর্শনে বিডিও প্রশাসনিক কর্তারা
আরও পড়ুন: এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
তারপর এই দল নিয়ে তাঁরা হানা দেয় বিয়ের আসরে। সেখান থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে বাদুড়িয়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পাত্র-সহ মেয়েটির বাবা ও পাত্রের বাবাকে আটক করে বাদুড়িয়া থানার পুলিশ। পুলিশ নাবালিকাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে পাঠিয়েছে। আটক তিনজনকে জেরা করছে বাদুড়িয়া থানার পুলিশ। রাজ্য সরকারের নাবালিকা বিয়ের রুখতে একাধিক প্রকল্প থাকতেও কেন ১৮ বছর আগেই তার বিয়ে দেওয়া হচ্ছিল? তাহলে কি এখনও মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে? উঠছে প্রশ্ন।
জুলফিকার মোল্যা