Amit Shah || North 24 Parganas News: এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Last Updated:

এবার এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পর্যবেক্ষণে আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পেট্রাপোল পরিদর্শন-সহ নতুন চেকপোস্ট ও পেট্রাপোল থানার নতুন ভবনের উদ্বোধন করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বলেই জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে।

অমিত শাহ
অমিত শাহ
উত্তর ২৪ পরগনা: এবার এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পর্যবেক্ষণে আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পেট্রাপোল পরিদর্শন-সহ নতুন চেকপোস্ট ও পেট্রাপোল থানার নতুন ভবনের উদ্বোধন করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বলেই জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে।
সীমান্ত লাগোয়া এলাকাগুলি ও বিএসএফের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ রয়েছে রাজ্যের। পাশাপাশি গরু পাচার মামলায় চার্জশিটে সরাসরি বিএসএফকে কাঠগড়ায় তুলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলেও প্রশাসনিক মহলের মত। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষেরও নানা অভাব অভিযোগ রয়েছে। সীমান্তে নানা সময় স্থানীয় বাসিন্দাদেরও নানা সমস্যার সম্মুখীন হতে হয়।
advertisement
advertisement
ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টারে কালিয়ানী বিএসএফ ক্যাম্পে নামবে৷ সেখান থেকেই তারপরে সড়কপথে আসবেন পেট্রাপোল বন্দরে৷ গোটা পেট্রাপোল বন্দর ঘুরে দেখবেন অমিত শাহ।
এছাড়াও পেট্রাপোল বন্দরের দ্বিতীয় কার্গো গেট তৈরীর জন্য শিলান্যাস করবেন তিনি। বর্তমান পেট্রাপোল থানাটি এতদিন ছিল ল্যান্ড পোর্ট অথরিটি কর্তৃপক্ষের একটি ভবনে৷ থানার জন্য এবার পেট্রাপোল বন্দরের যশোর রোডের পাশে নতুন করে ভবন তৈরি করা হয়েছে। সেই ভবনেরও উদ্বোধনের কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাতে।
advertisement
ইতিমধ্যেই প্রশাসনিক কর্তারা পৌঁছেছেন সীমান্ত শহরে। স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে কোথায় কি রাখা হবে তার খুঁটিনাটি বুঝে নিচ্ছেন প্রশাসনিক আধিকারিকেরা। গোটা এলাকা সাজিয়ে তোলা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। অমিত স্যার বনগাঁ সফর নিয়ে রীতিমতো উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে। লোকসভা ভোটের সময় থেকে এনআরসি কার্যকর করা নিয়ে কখনও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আবার কখনও খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাগরিকত্বের প্রতিশ্রুতি বিলি করেছেন।
advertisement
এদিন অমিত শাহ আগমনে আশার আলো দেখতে শুরু করেছেন মতুয়া সম্প্রদায়ের মানুষজনও। এনআরসি সিএএ কার্যকর করা নিয়ে কোন আশার বাণী শোনান কিনা স্বরাষ্ট্রমন্ত্রী এখন সেদিকেও তাকিয়ে মতুয়া ধর্মালম্বী মানুষেরা। আর তাই পঞ্চায়েত নির্বাচনের আগে স্বাভাবিকভাবেই শাহের বনগাঁ সফরকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে বিজেপি নেতৃত্ব।
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Amit Shah || North 24 Parganas News: এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement