হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
সল্টলেকে ছাদ থেকে ঝাঁপ তথ্যপ্রযুক্তি কর্মীর! লুকিয়ে বিরাট রহস্য? তদন্তে পুলিশ

North 24 Parganas News: সল্টলেকে ছাদ থেকে ঝাঁপ তথ্যপ্রযুক্তি কর্মীর! আসলে লুকিয়ে বিরাট রহস্য? তদন্তে পুলিশ

সল্টলেক

সল্টলেক

আবারও এক তথ্য প্রযুক্তি কর্মীর মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মহিষবাথান এর একটি আবাসনে ভাড়া থাকতো। বিকেল পাঁচটা নাগাদ কিছু পরার আওয়াজ শুনে বেরিয়ে দেখে নিচে পরে রয়েছে ওই তথ্য প্রযুক্তিকর্মী।

  • Share this:

বিধাননগর: আবারও এক তথ্য প্রযুক্তি কর্মীর মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মহিষবাথান এর একটি আবাসনে ভাড়া থাকতো। বিকেল পাঁচটা নাগাদ কিছু পরার আওয়াজ শুনে বেরিয়ে দেখে নিচে পরে রয়েছে ওই তথ্য প্রযুক্তিকর্মী। তবে কি কারণে এই ঘটনা খতিয়ে দেখছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।

আরও পড়ুন: একের পর এক গ্রন্থাগার বন্ধ হচ্ছে! কারণ শুনলে চোখ কপালে উঠবে

বিহারের বাসিন্দা সৌরভ সুমন (৩০) ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার অন্তর্গত মহিষবাথানের একটি আবাসনের ফ্ল্যাট ভাড়া করে থাকতো বেশ কয়েক বছর ধরে। তথ্য প্রযুক্তি কর্মী ছিল সৌরভ। রবিবার বিকেল পাঁচটা নাগাদ ওই আবাসনের বাসিন্দারা ভারী কিছু পরার আওয়াজ পায়। বাইরে বেরিয়ে দেখে ওই আবাসনের পিছন দিকে এক যুবক পরে রয়েছে।

আরও পড়ুন: পানীয় জলের সমস্যা সমাধানে অভিনব উদ্যোগ! দেখলে মন ভরে যাবে

খবর দেওয়া হয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। পুলিশ এসে ওই যুবককে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করে। তবে কী কারণে এই মৃত্যু?  খতিয়ে দেখছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। মানসিক অবসাদ না অন্য কোনও রহস্য রয়েছে এই মৃত্যুর পিছনে গোটা বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে অন্যদিকে পুলিশের পক্ষ থেকে আবাসিকদের বয়ান নথিভুক্ত করা হচ্ছে।

 এই ফ্ল্যাটে কারও যাতায়াত ছিল কিনা? যদি মানসিক অবসাদে এই ঘটনা ঘটিয়ে থাকে তথ্য প্রযুক্তি কর্মী তাহলে কী এমন ঘটনা ঘটেছিল? সম্পর্ক জনিত কারণ যার জেরেই কি আত্মহত্যা? এই সমস্ত যাবতীয় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই পরিবারের লোককে খবর দেওয়া হয়েছে তারা বিহার থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। অন্যদিকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আর জি কর হাসপাতালে পাঠানো হয়েছে।

অনুপ চক্রবর্তী

Published by:Sayani Rana
First published:

Tags: North 24 Parganas, North 24 Parganas news