South 24 Parganas News: একের পর এক গ্রন্থাগার বন্ধ হচ্ছে! কারণ শুনলে চোখ কপালে উঠবে
- Reported by:SUMAN SAHA
- hyperlocal
- Published by:Sayani Rana
Last Updated:
থরে থরে সাজানো আছে বই কিন্তু কর্মী নেই। একের পর এক বন্ধ হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন জায়গায় থাকা গ্রন্থাগার গুলি।
দক্ষিণ ২৪ পরগনা : থরে থরে সাজানো আছে বই কিন্তু কর্মী নেই। একের পর এক বন্ধ হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন জায়গায় থাকা গ্রন্থাগার গুলি। দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর দক্ষিণ বারাসাত বহরু এই সমস্ত অঞ্চলে গ্রন্থাগার গুলি তালা বন্ধ অবস্থায় পড়ে আছে।
গ্রন্থাগার রয়েছে তার মধ্যে থরে থরে বইও সাজানো রয়েছে। কিন্তু পাঠকের জন্য সেই গ্রন্থাগার আর নিয়মিত খোলা হয় না। যার ফলে বই প্রেমীরা বইয়ের খোঁজে গিয়ে গ্রন্থাগার বন্ধ দেখে খালি হাতেই ফিরে আসছে।
যার মধ্যে দক্ষিণ বারাসাত দীর্ঘদিন ধরে বহু অতি প্রাচীন হিতোষিনী পাঠাগার রয়েছে। বহু পাঠক এই পাঠাগারে প্রতিদিন আসতেন।
advertisement
advertisement
একে একে এই পাঠাগারের কর্মী অবসর নিয়েছে তারপর থেকে গ্রন্থাগারের তালা মারা অবস্থায় পড়ে রয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে কর্মী সংকটের কারণে রীতিমতো জেলার বহু গ্রন্থাগার বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। যদিও এ প্রসঙ্গে স্থানীয় এক পত্রিকার সম্পাদক তিনি বলেন বহুবার গ্রন্থাগার দফতরে জানিয়েও কোনো কাজ হয়নি।তাঁরা চান আগের মত ভাবে গ্রন্থাগার গুলি খোলা হোক।
advertisement
বন্ধের কারণে পাঠকের সংখ্যা অনেক কমে গিয়েছে আগের মতো আর মানুষ সেভাবে গ্রন্থাগারের প্রতি আগ্রহ দেখাচ্ছে না। মানুষ আস্তে আস্তে গ্রন্থাগারের কথা ভুলতে শুরু করেছে। যদিও এ বিষয়ে স্থানীয় বিধায়ক বলেন, “আমি জয়ী হবার পর স্থানীয় গ্রন্থাগারে বেশ কিছু বই দিয়েছিলাম তবে সেভাবে আর পাঠক দেখা যায় না তবে গ্রন্থাগার গুলি খোলার জন্য প্রস্তুতি চলছে।”
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2023 10:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: একের পর এক গ্রন্থাগার বন্ধ হচ্ছে! কারণ শুনলে চোখ কপালে উঠবে









