South 24 Paraganas News: ঝড়ের মধ্যে বাড়ির বাইরে পা রেখেছিলেন, উদ্ধার হল মহিলার দেহ
- Published by:Sayani Rana
- Reported by:ANISH UDDIN MOLLA
Last Updated:
ধান ঝাড়াই করার সময় বজ্রপাতে মৃত্যু হল এক মহিলার ও ঘটনায় আহত ২।
ডায়মন্ড হারবার: ধান ঝাড়াই করার সময় বজ্রপাতে মৃত্যু হল এক মহিলার ও ঘটনায় আহত ২। মৃত মহিলা রহিতন পাইক(৫৭) । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মথুরাপুর থানার সুবুদ্ধিপুর এলাকায়। জানা যায়, রবিবার দুপুরে রহিতন পাইক তার পরিবারের লোকজন নিয়ে ধান ঝাড়াইয়ের কাজ করছিল।
সেই সময় হঠাৎই আকাশ কালো করে মেঘে জমতে শুরু করে। অবস্থা বেগতিক দেখে তখনই তড়িঘড়ি ধান ঝাড়াইয়ের কাজ বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন রোহিতন পাইক ও তার পরিবারের লোকজন।
advertisement
বাড়ি ফেরার পথে রাস্তার মাঝে বজ্রপাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তারা। ঘটনায় মৃত্যু হয় রহিতোন পাইকের। অন্যদিকে আহত হন পরিবারের দুই সদস্য। পরে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকেরা রহিতোন পাইককে মৃত হয়েছে বলে জানায়।
advertisement
আরও পড়ুন: প্রায় ২০০ বছরের প্রাচীন মশলা মেলা! বছরভর ভাল ব্যবসার উদ্দেশে পয়লা বৈশাখে ভিড় জমান ব্যবসায়ীরা
অন্যদিকে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন পরিবারের দুই সদস্য।ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মথুরাপুরের সুবুদ্ধিপুর এলাকায়। পরে মথুরাপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে মৃত রহিতোন পাইকের দেহ উদ্ধার করে ডায়মন্ডহারবার পুলিশ মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা পরিবারে।
advertisement
আনিশ উদ্দিন মোল্লা
Location :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2023 1:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Paraganas News: ঝড়ের মধ্যে বাড়ির বাইরে পা রেখেছিলেন, উদ্ধার হল মহিলার দেহ