হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
ভারতের জলসীমায় ৫ বাংলাদেশি! গ্রেফতার করল বন দফতর, কারণ শুনলে অবাক হবেন

South 24 Parganas News: ভারতের জলসীমায় ৫ বাংলাদেশি! গ্রেফতার করল বন দফতর, কারণ শুনলে অবাক হবেন

সুন্দরবন

সুন্দরবন

অবৈধ ভাবে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ায় পাঁচ বাংলাদেশীকে গ্রেফতার করল বন দফতর। পরে তাদেরকে সুন্দরবন কোস্টাল পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

সুন্দরবন: অবৈধ ভাবে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ায় পাঁচ বাংলাদেশীকে গ্রেফতার করল বন দফতর। পরে তাদেরকে সুন্দরবন কোস্টাল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিন রাতে বঙ্গোপসাগরের উপকূল এলাকা সুন্দরবনের বাঘমারা জঙ্গল থেকে গ্রেফতার করা হয় এদেরকে।

ধৃতদের কাছ থেকে চল্লিশ কেজি মধু উদ্ধার করেছে বন দফতর। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা এরা। ধৃতদের নাম অলিউর রহমান, মহম্মদ আসাদুল, মহম্মদ মফিজুল রহমান, সইদুল্লা শেখ এবং আলম গাজী। ভারতীয় ভূখণ্ডের সুন্দরবনের জঙ্গল থেকে মধু সংগ্রহ করতে এরা ঢুকে পড়েছিলেন।

আরও পড়ুন: দৌড় দিয়ে বর্ষবরণ! নববর্ষে দুর্দান্ত চমক মহেশতলায়

টহলদারি করার সময় বন দফতরের কর্মীরা এদেরকে ধরে ফেলেন। তবে সঠিক কি কারণে এরা ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও বন দফতর। ধৃতদের রবিবার আলিপুর আদালতে তোলা হয়।

আরও পড়ুন: প্রায় ২০০ বছরের প্রাচীন মশলা মেলা! বছরভর ভাল ব্যবসার উদ্দেশে পয়লা বৈশাখে ভিড় জমান ব্যবসায়ীরা

এসডিপিও ক্যানিং দিবাকর দাস,বলেন সুন্দরবনের এই সময়ে মধু সংগ্রহ করার সময়, ধৃত পাঁচ বাংলাদেশি তারাও সুন্দরবনের জঙ্গল থেকে মধু চুরি করতে এসেছিলো। তাদের জিজ্ঞাসাবাদ করে একপ্রকার পুলিশ নিশ্চিত মধু সংগ্রহ করার জন্যই তারা ভারতে ঢুকেছিল।বনদফতর নজরদারি চালানোর সময় তাদেরকে ধরে ফেলে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে,৪০ কেজি সুন্দরবনের মধু, বাজেয়াপ্ত করা হয়েছে একটি বাংলাদেশি নৌকা।

অর্পন মন্ডল
Published by:Sayani Rana
First published:

Tags: South 24 Parganas, South 24 Parganas news