Poila Baisakh || South 24 Parganas News: দৌড় দিয়ে বর্ষবরণ! নববর্ষে দুর্দান্ত চমক মহেশতলায়

Last Updated:

নতুন বছরের সূচনায় মহেশতলায় আয়োজিত হল বর্ষবরণ উৎসব ও ম্যারাথন দৌড়।

মহেশতলা
মহেশতলা
মহেশতলা: নতুন বছরের সূচনায় মহেশতলায় আয়োজিত হল বর্ষবরণ উৎসব ও ম্যারাথন দৌড়। এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। মহেশতলা পুরাতন ডাকঘর এলাকা থেকে শুরু হয় এই ম্যারাথন দৌড়।
এই উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন মহেশতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক। মূলত এলাকায় খেলাধুলার প্রসার ঘটাতে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করেছিল স্থানীয় একটি ক্লাব। যা এলাকায় সাড়া ফেলে দিয়েছে বলে জানা যাচ্ছে।
advertisement
advertisement
নববর্ষের সকালে এই ম্যারাথন দৌড় দেখতে রাস্তার দু'পাশে ভিড় জমিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রায় পাঁচশ স্থানীয় বাসিন্দা রাস্তার দু'পাশে  জড়ো হয়েছিল।  প্রতিযোগিদের উৎসাহ জোগাতে। নতুন বছরের সূচনায় এমন একটি ম্যারাথন দৌড় এলাকায় সাড়া ফেলেছে।
প্রায় ১৫ কিমি পথ অতিক্রম করার পর প্রতিযোগিদের হাতে ফুল, মিষ্টি, জল-সহ একাধিক জিনিসপত্র তুলে দেওয়া হয়। মূলত খেলাধুলার উন্নতির লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
advertisement
প্রতিবছর এই দিনটিকে বিভিন্নভাবে পালন করা হয় মহেশতলায়। এবছরের এই ম্যারাথন দৌড়ে সাধারণ মানুষজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই ম্যারাথন দৌড়ের সাফল্যের পর আগামীদিনে আরও বড় আকারে এই  দৌড় প্রতিযোগিতার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Poila Baisakh || South 24 Parganas News: দৌড় দিয়ে বর্ষবরণ! নববর্ষে দুর্দান্ত চমক মহেশতলায়
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement