TRENDING:

North 24 Parganas News: প্র‍্যাঙ্ক ভিডিও শ্যুট করতে গিয়ে চরম হেনস্থা! ঘটনা শুনলে চমকে উঠবেন

Last Updated:

এবার স্যোশাল মিডিয়ায় আপলোড করার জন্য কন্টেন্ট তৈরি করতে গিয়েই প্রকাশ্যে আমজনতার কাছেই হেনস্থা হতে হল এক কন্টেন্ট ক্রিয়েটারকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: স্যোশাল মিডিয়ার দুনিয়ায় বর্তমান সমাজ ব্যবস্থায় মানুষ পরস্পরের মধ্যে ঝামেলা দেখে রীতিমতো আনন্দ উপভোগ করেন। আর মিলিয়ান ভিউজ হওয়া সেইসব কনটেন্ট তৈরি করে বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটাররা। লক্ষ লক্ষ টাকা রোজগার করেন। আর তার পেছনে থাকে সুপরিকল্পিত ব্যবস্থাপনা। ক্যামেরার কারসাজি। তবে এবার স্যোশাল মিডিয়ায় আপলোড করার জন্য কন্টেন্ট তৈরি করতে গিয়েই প্রকাশ্যে আমজনতার কাছেই হেনস্থা হতে হল এক কন্টেন্ট ক্রিয়েটারকে।
advertisement

প্র্যাঙ্ক ভিডিও শুট করতে গিয়ে বারাসাতে স্থানীয় মানুষজনের কাছে হেনস্থা হলেন অয়ন। স্থানীয় সূত্রে জানা যায়, প্র্যাঙ্কবাজ অয়ন তাঁর নিজের সোশ্যাল মিডিয়ায় আপলোড এর জন্য ভিডিও বানাচ্ছিলেন।  রাস্তায় শ্যুট করা ওই ভিডিও দেখে চমকে ওঠেন অনেকেই। সকলেই ভাবেন সত্য ঘটনা। কিন্তু গোটা ঘটনাই যে স্ক্রিপ্টেড তা কেউ বোঝেনি।

আরও পড়ুন: প্রেমের টানে ঘর ছেড়ে সীমান্তে নাবালিকা! তারপরের গল্প সিনেমাকে হার মানাবে

advertisement

এই ধরনের ভিডিওই তৈরি করেন অয়ন। তবে অসৎ কোনও উদ্দেশ্য নিয়ে নয়। পাশাপাশি  ভিডিও থেকে যা উপার্জন করেন তা দিয়েই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। এদিনও এমনই এক বারাসতের দৃষ্টিহীন দম্পতিকে সাহায্য করতে ভিডিও বানানোর পরিকল্পনা করা হয়।

View More

প্র্যাঙ্কবাজ অয়ন

advertisement

বারাসতের দৃষ্টিহীন এই দম্পতি বিভিন্ন জায়গায় ঘুরে ধূপ কাঠি বিক্রি করে থাকেন।  ধূপকাঠি বিক্রি করে কোনও মতে চালান সংসার। তাদের সঙ্গেই  প্র‍্যাঙ্ক করতে যান অয়ন। অবশ্য আগেই কথা বলে নেওয়া  নিয়েছিলেন তাদের সঙ্গে। পাশাপাশি ১০ হাজার টাকা দেওয়া হবে বলেও জানায় অয়ন। তার বদলে ভিডিওতে দেখানো হবে, তাদের কাছে থাকা ধূপকাঠি বাজে বলে ভেঙে নষ্ট করবে  অয়ন।

advertisement

আরও পড়ুন: সল্টলেকে ছাদ থেকে ঝাঁপ তথ্যপ্রযুক্তি কর্মীর! আসলে লুকিয়ে বিরাট রহস্য? তদন্তে পুলিশ

পরিকল্পনা মত ভিডিও শ্যুট করতে জায়গা বেছে নেয় বারাসত কালিকৃষ্ণ স্কুলে সামনের রাস্তাটি। ভিডিও শ্যুট করার সময় হঠাৎই এই ঘটনা দেখে উত্তেজিত হয়ে পড়ে স্থানীয় মানুষজন। প্রতিবাদ করতে এগিয়ে আসেন তারা। শুরু হয় বচসা এবং ধাক্কাধাক্কি। সেটাও অয়ন ভিডিওরতে দেখাবেন বলে ভেবেছিলেন।  কিন্তু সময় যত গড়িয়েছে সমস্যা আরও গুরুতর হয়েছে। কোনওভাবেই  উত্তেজিত জনতাকে থামানো যায়নি।

advertisement

যখন তারা জানতে পারেন এই ভিডিও ওই অন্ধ দম্পতিকে সাহায্য করতে বানানো হচ্ছে, তখন তারা বলেন আগে ভিডিও ডিলিট করতে। তা না হলে ফোন ভেঙে দেওয়া হবে।  এমনকি অয়নের দেড় লাখ টাকা দামের ফোন নিয়ে টানাটানিও শুরু হয়। অবশেষে সিদ্ধান্ত হয় পুলিশের হাতে তুলে দেওয়া হবে প্র‍্যাঙ্কবাজ অয়ন সহ তার টিম কে।

এরপর বারাসাত থানায় দু পক্ষই হাজির হয়। নিয়ে আসা হয় ওই অসহায় দম্পতিকেও। পুলিশ গোটা ভিডিওটি দেখে, বয়ান নেওয়া হয় অন্ধ দম্পতির। পুলিশ যখন বোঝে গোটা বিষয়টি আগে থেকেই পরিকল্পনা করে করা।  আসলে তাদের অর্থনৈতিক সাহায্য করতে এই ধরনের ভিডিও বানাচ্ছে অয়ন, তখন তাদের কাছ থেকে লিখিত নিয়ে ছেড়ে দেওয়া হয়।

অয়ন জানান, এটা তাঁর কাছে নতুন কিছু নয়। এমন পরিস্থিতি সবসময়ই হয়, তবে আজ যেটা হল সেটা একটু অতিরিক্ত। কোথাও ভিডিও ডিলিট করার কথা বা সেই ভিডিও ব্যবহার করতে পারবে না, এমন পরিস্থিতি তৈরি হয়নি। যদিও পুলিশের তরফ থেকে কোন ভিডিও ডিলিট করতে বলা হয়নি বলেই জানান অয়ন। সব মিলিয়ে এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য তৈরি হয় এলাকায়।

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: প্র‍্যাঙ্ক ভিডিও শ্যুট করতে গিয়ে চরম হেনস্থা! ঘটনা শুনলে চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল