North 24 Parganas News: প্রেমের টানে ঘর ছেড়ে সীমান্তে নাবালিকা! তারপরের গল্প সিনেমাকে হার মানাবে
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
১৫৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ১০৯৮ এ ফোন করে চাইল্ড লাইন, বাদুড়িয়া থানার পুলিশ ও দুই স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করে। তারপর এই দল নিয়ে তাঁরা হানা দেয় বিয়ের আসরে।
বসিরহাট: ভালোবাসার টানে ঘর ছেড়ে সীমান্তে , নাবালিকার বিয়ে বন্ধ করল বিএসএফ। পুলিশ ও চাইল্ড লাইনের পর এবার বিএসএফের তৎপরতায় আটকালো নাবালিকার বিয়ে। দীর্ঘ আট মাস ধরে নাবালিকার সঙ্গে এক যুবকের প্রথমে ফেসবুক ও পরে ফোনে প্রেম আলাপ হয় তারপর চূড়ান্ত পরিনীতি ভালোবাসা। আর সেটাকে বাস্তব রূপ দিতে ঘর ছেড়েছিল নাবালিকা। এরপরে যা ঘটলো!
বসিরহাটের বাদুড়িয়া থানার আটুরিয়া গ্রাম পঞ্চায়েতের আটুরিয়া গ্রামের বাসিন্দা বছর ২৬ এর এক যুবকের সঙ্গে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের বাসিন্দা এক নাবালিকা কন্যার বিয়ের আসর বসেছিল পাত্রের বাড়িতেই। সেই খবর জানতে পেরে সীমান্তরক্ষী বাহিনী। ১৫৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ১০৯৮ এ ফোন করে চাইল্ড লাইন, বাদুড়িয়া থানার পুলিশ ও দুই স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করে।
advertisement
advertisement
আরও পড়ুন: এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
তারপর এই দল নিয়ে তাঁরা হানা দেয় বিয়ের আসরে। সেখান থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে বাদুড়িয়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পাত্র-সহ মেয়েটির বাবা ও পাত্রের বাবাকে আটক করে বাদুড়িয়া থানার পুলিশ। পুলিশ নাবালিকাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে পাঠিয়েছে। আটক তিনজনকে জেরা করছে বাদুড়িয়া থানার পুলিশ। রাজ্য সরকারের নাবালিকা বিয়ের রুখতে একাধিক প্রকল্প থাকতেও কেন ১৮ বছর আগেই তার বিয়ে দেওয়া হচ্ছিল? তাহলে কি এখনও মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে? উঠছে প্রশ্ন।
advertisement
জুলফিকার মোল্যা
Location :
Kolkata,West Bengal
First Published :
May 10, 2023 8:00 AM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: প্রেমের টানে ঘর ছেড়ে সীমান্তে নাবালিকা! তারপরের গল্প সিনেমাকে হার মানাবে