পেশাগত কারণে বীরভূমের বাজিত পুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক হওয়ায় কর্মসূত্রে বাইরেই থাকতে হয়। ২০০৫ সাল থেকে শিক্ষকতার পেশায় নিযুক্ত শংকর বাবু। শিল্পমনস্ক এই শিক্ষকের নানা হাতের কাজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত। স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়েও শিক্ষক শংকর বাগচীর নানা উদ্যোগ ইতিমধ্যেই নজর কেড়েছে মানুষের।
advertisement
আরও পড়ুন: সোলার প্যানেল বসাতেই ঘটল বিপত্তি! বেড়ে গেল তিনগুণ বিদ্যুতের বিল
তাঁর হাতের ছোঁয়ায় পাতার উপরে ফুটে উঠেছে নানা মনীষী, খেলয়াড় পরিবেশ দূষণ রোধ, জল অপচয় বন্ধ-সহ নানা সামাজিক বার্তাও ছবি। তবে শিক্ষক শংকর বাগচীর হাতের তৈরি লিফ কার্ভিং-এ চন্দ্রযান লেন্ডার বিক্রমের যে ছবি তিনি ফুটিয়ে তুলেছেন, তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসা পেয়েছে।
আরও পড়ুন: বেআইনি বাজি কারখানা খুঁজতে অভিনব পন্থা! বারুইপুরে বিরাট চমক পুলিশের
তিনি তাঁর শিল্পকলার মধ্যে লিফ কার্ভিং এর এই কাজ শুরু করেছিলেন করোনা মহামারির সময় থেকে। ধীরে ধীরে ধৈর্য ধরে চলে পাতা কাটার কাজ। অসীম ধৈর্যের সঙ্গে নিখুঁতভাবে পাতার উপর এই ধরনের প্রতিকৃতি তৈরি করার জন্য তাঁকে দীর্ঘ সময় দিতে হয় এই শিল্পকলার জন্য। বিক্রমের ছবি পাকুর পাতার উপর তৈরি করতে এই শিল্পীর সময় লেগেছে প্রায় তিন ঘন্টা। দেশের সাফল্যের এই দিনটি স্মরণীয় করে রাখতে ও ইসরোর বিজ্ঞানীদের বিশেষ সম্মান জানাতেই শিল্পীর এই সৃষ্টি বলে জানালেন শংকর বাগচী।
Rudra Narayan Roy