Hooghly News: সোলার প্যানেল বসাতেই ঘটল বিপত্তি! বেড়ে গেল তিনগুণ বিদ্যুতের বিল

Last Updated:

স্কুলে সোলার প্যানেল বসানোর ফলে বিদ্যুৎ বিল বেড়ে যাচ্ছে। পাশাপাশি সোলার প্যানেলের সংযোগ দেওয়ার ফলে পাখার মোটর পুড়ে যায়। স্কুলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় গরমে নাজেহাল অবস্থা হয় ছাত্রছাত্রীদের।

+
title=

আরামবাগ: স্কুলে সোলার প্যানেল বসানোর ফলে বিদ্যুৎ বিল বেড়ে যাচ্ছে। পাশাপাশি সোলার প্যানেলের সংযোগ দেওয়ার ফলে পাখার মোটর পুড়ে যায়। স্কুলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় গরমে নাজেহাল অবস্থা হয় ছাত্রছাত্রীদের। তাই বাধ্য হয়ে কয়েক লক্ষ টাকায় বসানো সোলার প্যানেল বন্ধ  করতে হল।
ঘটনাটি হুগলির আরামবাগ পৌরসভার দক্ষিণ বাদলকোনা প্রাথমিক বিদ্যালয়ে। অভিযোগ গত চার বছর ধরে পৌরসভার গ্রীন সিটি প্রকল্পের স্কুলের ছাদের উপর সোলার প্যানেল বসানো হয়। হঠাৎ করেই স্কুলে সোলার প্যানেলের সংযোগ দেওয়া হয় তারপর থেকেই বিপত্তি ঘটতে থাকে। স্কুলের বিদ্যুৎ বিল আকাশছোঁয়া হয়। বাধ্য হয়ে স্কুল সংশ্লিষ্ট দফতরকে জানানো হয়। বর্তমানে সোলার প্যানেল বন্ধ থাকলেও বিদ্যুৎ বিল বিগত দিনের তুলনায় তিন গুণ করে বেড়ে যাচ্ছে।
advertisement
advertisement
উল্লেখ, বিশেষ সূত্রে জানা গিয়েছে পৌরসভা নটি বিদ্যালয়ের বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শিক্ষকদের আপত্তি থাকা সত্ত্বেও একপ্রকার জোর করে স্কুলে স্কুলে সোলার প্যানেল লাগানো হয় কিন্তু বর্তমানে বিদ্যুৎ বিল কমার জায়গায় অনেক স্কুলে বেড়ে গিয়েছে আবার কোনও স্কুলে সোলার প্যানেল সংযোগে দেওয়া হয়নি বলে অভিযোগ। ওই সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ সোলার প্যানেল বসানোর ফলে ছাদ ফুটো হয়ে জল পরছে আবার কোনও কোনও স্কুলে প্যানেল ভেঙে গিয়েছে।
advertisement
কিন্তু দুঃখের বিষয় আরামবাগ পৌরসভা সোলার প্যানেল বসানো হলেও দায় ভার নিতে চাইছেন না। কোটি টাকা খরচ করে সোলার প্যানেল লাগানো হলেও তা কাজের না লাগায় ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। তারা দাবি তুলছেন এই দুর্নীতির সঙ্গে যুক্ত যারা তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য।
advertisement
এই বিষয়ে  স্কুল শিক্ষকরা জানান সোলার প্যানেল বসানোর ফলে বিদ্যুৎ বিল সাশ্রয়-এর জায়গায় তিনগুণ বেড়েছে। স্কুলে কোনও লাভ নেই। ফলত বিদ্যুৎ বিল বেড়ে চলেছে। যদিও এই বিষয়ে পৌরসভার কাউন্সিলর জানায় সংশ্লিষ্ট দফতরকে বিষয়টি বলা হয়েছে। প্রায় ১৯ টি ওয়ার্ডে সমস্যা হচ্ছে।
suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: সোলার প্যানেল বসাতেই ঘটল বিপত্তি! বেড়ে গেল তিনগুণ বিদ্যুতের বিল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement