South 24 Parganas News: বেআইনি বাজি কারখানা খুঁজতে অভিনব পন্থা! বারুইপুরে বিরাট চমক পুলিশের

Last Updated:

জেলার বিভিন্ন জায়গায় বেআইনি বাজি কারখানার বন্ধ করতে শুরু হয়েছে পুলিশির অভিযান। পুলিশি অভিযান শুরু হতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে বেআইনি বাজি। ড্রোন উড়িয়ে নজরদারি করল বারুইপুর জেলা পুলিশ।

+
title=

বারুইপুর: চলতি বছরে পর পর বেআইনি বাজি কারখানার বিস্ফোরণের জন্য জেলায় বেআইনি বাজি কারখানার হদিশ পেতে এবার করা ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। জেলার বিভিন্ন জায়গায় বেআইনি বাজি কারখানার বন্ধ করতে শুরু হয়েছে পুলিশির অভিযান। পুলিশি অভিযান শুরু হতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে বেআইনি বাজি।
উৎসবের মরসুমে চোখ ধাঁধানো বাজির কথা উঠলে জেলার অন্যতম বাজি কারখানা বারুইপুরে চাম্পাহাটির নাম উঠে আসে। দত্তপুকুর এর ভয়াবহ বিস্ফোরণের পর এবার বারুইপুর পুলিশের নজর এবার বারুইপুরের চম্পাহাটিতে।
advertisement
advertisement
কয়েকদিন আগে বারুইপুরের চাম্পাহাটিতে অভিযান চালিয়ে বেশ কয়েক কেজি বাজি, বাজেয়াপ্ত করে পুলিশ। বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে বেআইনি বাজির কারখানার হদিস পেতে এবার এলাকায় ড্রোন উড়িয়ে নজরদারি করল বারুইপুর জেলা পুলিশ।
ড্রোনের মাধ্যমে নজরদারি ছাড়াও জেলা পুলিশের আধিকারিকেরা বারুইপুরের চাম্পাহাটীর বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছেন। বেশ কয়েক কেজি বাজি তৈরির সরঞ্জাম ও বাজি বাজেয়াপ্ত করে পুলিশ। এই দিন অভিযানের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ।
advertisement
তিনি বলেন, “এলাকায় বেআইনি বাজি কারখানার হদিস পেতে ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হয়। ড্রোন উড়িয়ে গোটা এলাকায় আমরা নজরদারি চালাই। এছাড়াও এলাকার বিভিন্ন জায়গায় আমরা অভিযান চালিয়ে বেশ কয়েক কেজি বাজি বাজেয়াপ্ত করেছি। পুলিশের অভিযানের কথা জানতে পারায় বহু বাজি কারখানার মালিক এলাকা ছাড়া। আমরা এই বেআইনি বাজির হদিস পেতে এলাকায় তল্লাশি অভিযানে নেমেছি।”
advertisement
তিনি আরও বলেন “উৎসবের মরশুমে পরিবেশবান্ধব বাজি তৈরির জন্য এলাকার মানুষজনদের আমরা উদ্বুদ্ধ করছি। যাতে পরিবেশবান্ধব বাজি তৈরির লাইসেন্স খুব শীগ্রই এই বাজি কারবারের সঙ্গে যুক্ত থাকা মানুষজন পেতে পারে সেদিকেও আমরা ব্যবস্থা নিচ্ছি।” এলাকায় বেআইনি বাজি তৈরির কারখানা বন্ধ করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এইরকম অভিযান আগামীদিনেও চালানো হবে।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বেআইনি বাজি কারখানা খুঁজতে অভিনব পন্থা! বারুইপুরে বিরাট চমক পুলিশের
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement